বুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নৌকার বিজয় সুনিশ্চিত করতে সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৭, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ণ

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। নৌকার বিজয় সুনিশ্চিত। সকলে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক, নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি ঘরে ঘরে নৌকার উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বলতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। নৌকার বিজয় সুনিশ্চিত।
দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে সোমবার রাতে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শেষে ১৩ মাইল বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক নিয়মেই অনুষ্ঠিত হচ্ছে। এ দেশের মানুষ নৌকা ছাড়া কিছু বুঝে না। কারণ নৌকা স্বাধীনতার প্রতীক। তিনি বলেন, বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। তারা মৌলবাদ জঙ্গিবাদ সৃষ্টি করে। আগুনে পুড়ে মানুষ হত্যা করে, গুলি করে হত্যা করে। দেশে মানুষ শুধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে নিরাপদ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, বীরগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম, সদস্য মো. নুর ইসলাম নুর, সদস্য সৈয়দ সালাউদ্দিন দিলীপ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রভাষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসমী আক্তার, উপজেলা যুব লীগের সভাপতি শাহ মোস্তফা আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

বীরগঞ্জে করোনা সংক্রমণরোধে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

বীরগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু স্বাধীনতা ও শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল-এমপি গোপাল

কাহারোলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২দিনে দেড় লক্ষ টাকা জরিমানা

আটোয়ারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

নবাবগঞ্জে আদিবাসী কিশোরীকে গণধর্ষণ মামলায় দুইজন আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন !

পণ্যের গায়ে মেয়াদ ও তথ্য সরবরাহ না করায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাস্তা অবরোধ-মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা — গ্রেফতার-১