বুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঙালির হৃদয়ে নৌকার বসবাস -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৭, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, বাঙালির হৃদয়ে নৌকার বসবাস। কারণ এই নৌকা মার্কাই আমাদের স্বাধীনতা দিয়েছে। কোন সন্ত্রাসী কর্মকান্ডে মানুষের হৃদয় থেকে নৌকাকে আলাদা করা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসা¤প্রদায়িক দল। যার নেতৃত্ব দিচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে সা¤প্রদায়িক উস্কানি দিচ্ছেন, তাদের মনে রাখতে হবে। বাংলার মানুষ তাদের প্রত্যাখান করেছে। বাঙালির হৃদয়ে এখন নৌকা। আগামী দিনে ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে সকলে নৌকাকেই ভোট দিবেন।
দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শেষে মাহানপুর বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বাসেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আব্দুল হক সবুজ, সদস্য ও জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন দিলীপ, সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নুর ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রভাষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. শামিম ফিরোজ আলম, কাহারোল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ঈশ্বর চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি বাবু প্রেমানন্দ রায়।
জনসভা পরিচালনা করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা। এর আগে নৌকা মার্কায় ভোট চেয়ে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে প্রচার-প্রচারণা পথসভা গণসংযোগ করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি।
পরে দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শেষে কুমোরপুর পথসভায় বক্তব্য রাখেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে পূবালী ব্যাংক’র ৯৯তম শাখা উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা

খেলাধুলায় সুস্থ মনের বিকাশ ঘটবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈ-মাসিক সভা

ঠাকুরগাঁওয়ের সেই নবজাতক শিশুটির ঠাঁই হলো ১ নিঃসন্তান দম্পতির ঘরে

আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পেলেন হরিপুরের কৃষক

তেঁতুলিয়ায় সীমান্তের ১২শ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে দশম দফায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

অবাদ সুষ্ট নির্বাচনের দাবীতে রফিকুল’র সংবাদ সম্মেলন