দ্বাদশ সংসদ নির্বাচনে দিনাজপুরে ৬টি আসনের মধ্যে ৫টিতে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের বিজয় হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে চারবারের সংসদ সদস্য আওয়ামীলীগের প্রার্থী মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে ভোট যুদ্ধে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকারিয়া জাকা। ভোটে জয়লাভের পর থেকে ওই আসনে মো. জাকারিয়া জাকার সমর্থকদের মধ্যে চলছে আনন্দ উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে দলে দলে তাঁর সমর্থকেরা মোটরসাইকেল, ট্রাক্টরে করে আনন্দ মিছিলসহ ফুলের মালা, মিষ্টি নিয়ে সাক্ষাৎ করতে আসছেন তার কাছে। পাশাপাশি চলছে মনোরঞ্জনশীল গোপালের হারের কারণ নিয়েও নানা আলোচনা-সমালোচনা।
দিনাজপুর-১ আসনটি বীরগঞ্জ-কাহারোল দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ৮২৬। এবার মোট ১২৩টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ২৫হাজার ৭২৭টি। এখানে নৌকা প্রতীকে মনোরঞ্জন শীল গোপাল পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট এবং ট্রাক প্রতীকে স্বতন্ত্র জাকারিয়া জাকা পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১৬ ভোট।
দিনাজপুর-১ আসনে ২০০১সালের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল কাফি। তাঁর মৃত্যু হলে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় হন মনোরঞ্জন শীল গোপাল। বিজয়ের কিছুদিন পর আওয়ামী লীগেযোগ দেন তিনি। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা নিয়ে বিজয়লাভ করেন তিনি। মনোরঞ্জনশীলের বিরুদ্ধে নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভক্তিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন দলের নেতা-কর্মীসহ স্থানীয় ভোটাররা।
জানা যায়, নির্বাচনে বিজয়ী মো. জাকারিয়া জাকার বাবা ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি একবার উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে জয় পাননি। এবার সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ধান-চালসহ বিভিন্ন কৃষিপণ্যের ব্যবসার পাশাপাশি ইটভাটার মালিক তিনি। পৈতৃক ব্যবসার পাশাপাশি ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৮৬ সালে বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রথম সাধারণ সম্পাদক মনোনীত হন তিনি। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পান। টানা ২০বছর ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য,দিনাজপুর-১আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া জাকা (ট্রাক), দিনাজপুর-২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী (নৌকা), দিনাজপুর-৩ আসনে ইকবালুর রহিম (নৌকা), দিনাজপুর-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী (নৌকা), দিনাজপুর-৫ আসনে আ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার (নৌকা) ও দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিক (নৌকা)।