বুধবার , ১০ জানুয়ারি ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফসলের মাঠে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১০, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ কনকনে শীতকে উপেক্ষা করে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় নারী-পুরুষসহ সকল বয়সী মানুষের ঢল। গ্রামের একটি ফসলের মাঠে সামিয়ানা টানিয়ে বানানো হয়েছে অতিথিদের বসার স্টেজ। তার সামনে মাঠের চারিপাশে দড়ি দিয়ে গোল চত্বর চিহিৃত করা,তার চার পাশ দিয়ে ঘুরছে ঘোড়ার দল। এর পাশে কেউ দাড়ীয়ে,আবার কেউবা মাটিতে বসে উৎস মুখর পরিবেশে উপভোগ করছেন ঘোড়া দৌড় । এ উপলক্ষে মাঠের এক পাশে নানা রকম খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। যেন মেলা বসেছে সেখানে।
মঙ্গলবার বিকালে এমন চিত্র দেখা মেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।সেখানে এলাকাবাসীর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় আশপাশের পাশের গ্রামসহ বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হন।
দুপুরের পর থেকে দুর-দুরান্ত থেকে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতাকে ঘিরে ওই এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। খেলা দেখতে পেরেও খুশি দর্শকরাও।
খেলা দেখতে আসা শফিকুল ইসলাসহ দর্শকরা বলেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। আগে বিভিন্নস্থানে খেলাগুলো দেখা যেতো কিন্তু এখন আর তেমন দেখা যায়না। দীর্ঘদিন পরে আবারও এমন খেলার আয়োজনে খুশি আমরা। স্থানীয়রাসহ দেশের বিভিন্ন স্থান থেকে এই খেলা দেখতে আসেন দর্শনার্থীরা।
ঘোড়া দৌর প্রতিযোগীতায় ফুলবাড়ী উপজেলাসহ উত্তারাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে তিনটি গ্রপে ২০ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়া দৌর প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
পার্শবর্তি পার্বতিপুর উপজেলার সালন্দার গ্রাম থেকে খেলা দেখতে আসা ৭০ বছর বয়সী আব্দুস সাত্তার জানান,লোক মুখে শুনে খেলা দেখতে এসেছি। আগে এই খেলা বাপ দাদাদের সাথে দেখেছি। এটি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। দিন দিন এসব হারিয়ে যেতে বসেছে।
এর আগে শুরুতেই প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার রহুল আমিন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজ কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার কাউয়ুম

গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

আমাদের লাল-সবুজের পতাকা হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ মোড়ে সীড ব্যবসায়ীর চুরি যাওয়া স্যালোমেশিন উদ্ধার

হাবিপ্রবিসহ দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

পঞ্চগড়ে মহা তাবু জলসার মধ্য দিয়ে শেষ হল রোভারদের আবাসিক ক্যাম্প

পীরগঞ্জে বজ্রপাতে নির্মান শ্রমিকের মৃত্যু

রাণীশংকৈলে ফেন্সিডিল সহ ইউপি সদস্য গ্রেফতার

দিনাজপুরে পুড়িয়ে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড