Wednesday , 10 January 2024 | [bangla_date]

ফসলের মাঠে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ কনকনে শীতকে উপেক্ষা করে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় নারী-পুরুষসহ সকল বয়সী মানুষের ঢল। গ্রামের একটি ফসলের মাঠে সামিয়ানা টানিয়ে বানানো হয়েছে অতিথিদের বসার স্টেজ। তার সামনে মাঠের চারিপাশে দড়ি দিয়ে গোল চত্বর চিহিৃত করা,তার চার পাশ দিয়ে ঘুরছে ঘোড়ার দল। এর পাশে কেউ দাড়ীয়ে,আবার কেউবা মাটিতে বসে উৎস মুখর পরিবেশে উপভোগ করছেন ঘোড়া দৌড় । এ উপলক্ষে মাঠের এক পাশে নানা রকম খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। যেন মেলা বসেছে সেখানে।
মঙ্গলবার বিকালে এমন চিত্র দেখা মেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।সেখানে এলাকাবাসীর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় আশপাশের পাশের গ্রামসহ বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হন।
দুপুরের পর থেকে দুর-দুরান্ত থেকে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতাকে ঘিরে ওই এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। খেলা দেখতে পেরেও খুশি দর্শকরাও।
খেলা দেখতে আসা শফিকুল ইসলাসহ দর্শকরা বলেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। আগে বিভিন্নস্থানে খেলাগুলো দেখা যেতো কিন্তু এখন আর তেমন দেখা যায়না। দীর্ঘদিন পরে আবারও এমন খেলার আয়োজনে খুশি আমরা। স্থানীয়রাসহ দেশের বিভিন্ন স্থান থেকে এই খেলা দেখতে আসেন দর্শনার্থীরা।
ঘোড়া দৌর প্রতিযোগীতায় ফুলবাড়ী উপজেলাসহ উত্তারাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে তিনটি গ্রপে ২০ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়া দৌর প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
পার্শবর্তি পার্বতিপুর উপজেলার সালন্দার গ্রাম থেকে খেলা দেখতে আসা ৭০ বছর বয়সী আব্দুস সাত্তার জানান,লোক মুখে শুনে খেলা দেখতে এসেছি। আগে এই খেলা বাপ দাদাদের সাথে দেখেছি। এটি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। দিন দিন এসব হারিয়ে যেতে বসেছে।
এর আগে শুরুতেই প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার রহুল আমিন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরী’র মৃত্যুবার্ষিকী আজ

সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং সেন্টারের মেধাবৃত্তি প্রদান

২৯ পিস ইয়াবা সহ পীরগঞ্জের মাসুদ গ্রেফতার

হাবিপ্রবিতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

পীরগঞ্জে শ্বশুড়কে হারিয়ে জেলায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন বউমা

ফুলবাড়ীতে পানি নিস্কাশন বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে চলাচলের রাস্তায় জলাবদ্ধতা গ্রামবাসীর চরম দুর্ভোগ

বোদায় ৬০পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক ব্যবসায়ী আটক

শীতের সকালে দুই টাকায় কম্বল নিয়ে হাজির তরুণ শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডিবি পরিচয়ে ডা-কাতি

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের মতবিনিময়