বৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি নির্বাচিত হওয়ায় দিনাজপুরে আইইবি’র শুভেচ্ছা র‌্যালী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১১, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আবদুস সবুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০১ (দাউদকান্দি-তিতাস) আসনে বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার মো: আবদুস সবুরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্র শুভেচ্ছা র‌্যালী শহর প্রদক্ষিণ করেন।
বৃহস্পতিবার দিনাজপুর সড়ক বিভাগ থেকে শুভেচ্ছা র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজস্ব কার্যালয় নিউটাউন-৮ নং এ শেষ হয়।
উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্র-এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান, সম্মানি সম্পাদক প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন, স্থানীয় কাউন্সিল সদস্য দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম প্রকৌশলী মোঃ আব্দুল মতিন, চীফ ইন্সট্রাক্টর দিপই প্রকৌশলী মোঃ জাবেদ আলী, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, হাবিপ্রবি প্রকৌশলী মোঃ সৈকত আলী, ফ্রি ল্যান্সার প্রকৌলশী মুশফিকুর রহমানসহ আইইবি’র অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও