সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরলে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৫, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দিনাজপুরে বালকদের (অনুর্ধ্ব-১৫) মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গত ১০জানুয়ারি বিরল উপজেলার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা আশা।
জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান জানান, প্রশিক্ষণে সেতাবগঞ্জ ও বিরল উপজেলা হতে আগত ৮০ জন প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে ৩০ জনকে বাছাই করে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষন দেয়া হবে এবং প্রশিক্ষন শেষে সনদপত্র প্রদান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত