মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র উপহার স্বরুপ সেতাবগঞ্জে ৩শ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেনন সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগ। বৃহস্পতিবার বেলা ২টায় সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হতে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম খন্দকার কায়সার, সহ-সভাপতি ও সমাজসেবী মোঃ মাহাবুবুর রহমান খান, যুগ্ম সম্পাদক মোঃ মোর্শেদ মতিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তাহের মোঃ মাসুদ, আওয়ামীলীগনেতা যথাক্রমে আবু আল হেলাল, মোঃ মজিবর রহমান, উজ্জ্বল কর্মকার, পলাশ চন্দ্র রায়, দীপ্তি দত্ত সহ সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সকল পর্যায়ের তোকর্মী উপস্থিত ছিলেন। অপর দিকে পৌষ মাষের কনকনে শীতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র পক্ষ থেকে কম্বল উপহার পেয়ে দরিদ্র শীতার্ত মানুষ খালিদ মাহমুদ চৌধুরীর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া করেছে।