বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ্ উপজেলার ইশানিয়া ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে বকুলতলা বাজারে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অাজ ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১২টায় বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও এ,আই হাফিজ মোঃ রায়হানের সঞ্চালনায় বিট পুলিশের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং ইশানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল রায় বুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন লাভলু, সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুল হক, ২নং ইশানিয়া ইউনিয়ন বিট পুলিশের ইনচার্জ সুমন দেবনাথ, সাবেক ইউপি সদস্য মোঃ মুক্তা মেম্বার প্রমুখ।