শুক্রবার , ১ মার্চ ২০২৪ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৭টি জ্বিনকে বোতলে মাটিতে পুতে আগুন থামলেও, কমেনি আতংক, প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১, ২০২৪ ১০:৩৪ অপরাহ্ণ

দিনাজপুর শহরের এক বাড়িতে যখন-তখন দেখা যাচ্ছে আগুন।এই আগুন কখনো পড়নের কাপড়ে, কাপড় শুকানো রশিতে আবার কখনো বিছানায় দেখা যায়। এক পাশে আগুন নেভালে, ধরছে আরেক পাশে। আগুন বেশিরভাগ সময় রাতে ধরে। এতে ক্ষতি হয়েছে। জি¦ন ভূতের কান্ড মনে করে রহস্যজনক এ আগুনে স্থানীয়দের মাঝে বিরাজ করছে আতঙ্ক। জি¦নভূতের কান্ড মনে করে ইতোমধ্যে ওইবাড়ি ছেড়েছেন দুই ভাড়াটিয়া।
পরে প্রতিকারের আাশায় বাড়িতে মিলাদ, ঝারফুকের একপর্যায়ে স্থানীয় মসজিদের একজন ইমামের মাধ্যমে ৭টি জি¦নকে বোতলে করে মাটিতে পুতে রাখলেও থামছেনা আগুন।আতংক কমেনি ওই পরিবারটিসহ স্থানীয়দের মাঝে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নজরে আসার পর গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর সদর উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ।
দিনাজপুর জেলা শহরের পৌরএলাকার ইন্দ্রার মোড় এলাকার রফিকুল ইসলামের বাড়ীতে এ অবস্থা।
ভ‚ক্তভোগী রফিকুল ইসলাম জানান, গত ১০ ফেব্রæয়ারি বাড়ির একটি ঘরের বিছানায় এই আগুনের সূত্রপাত। এনিয়ে ১৬দিন ধরে বারবার আগুন লাগার ঘটনা ঘটে। দুস্কৃতিকারী মনে করে থানায় অভিযোগের পর আগুনের গতিবিধি সন্দেহজনক মনে হলে কবিরাজের শরনাপন্ন হয়।দিনে অন্তত ৩-৪বার ঘটে আগুনের ঘটনা। কখনো পড়নের কাপড়, কাপড় শুকানোর রশিতে আবার কখনো বিছানায়। ঘরের বিভিন্ন কোণে রাখা বালতি ভর্তি পানি ও স্থানীয়দের সহযোগিতায় খন্ড খন্ড আগুনের ঘটনায় যদিও বড় কোন ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।পরে কবিরাজের শরনাপন্ন হয়ে জানতে পারি জ্বিনেরা দিচ্ছে এই আগুন। জি¦নদের উদ্দেশ্য বাড়ি দখলের। প্রতিকারের আাশায় বাড়িতে মিলাদ, ঝারফুকের পর একপর্যায়ে স্থানীয় মসজিদের একজন ইমামের মাধ্যমে ৭টি জি¦নকে বোতল বন্দি করে মাটিতে পুতে রাখলে সাময়িক স্বস্তি পায়।
তবে মাটির চাপে বোতল ভেঙ্গে আবারো জি¦ন বেরিয়ে এই অগ্নিকান্ড চালাচ্ছে বলে দাবী স্থানীয়দের।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান জানান, চাঞ্চল্যকর পরিস্থিতির শিকার হয়েছে বাড়িটি।সে কারণেই বাড়িটি পরিদর্শনে এসে বাড়ির সদস্য ও স্থানীয়দের কাছ থেকে তথ্য-উপাথ্য সংগ্রহ করেছি।পুলিশ বিভাগের সাথে সমন্বয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে। সেই সাথে পরিবারটির পাশে থাকার আশ্বস্ত দেন তিনি।
এরপরে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন জানান,এবিষয়ে কোতয়ালী থানায় একটি অভিযোগ হয়। আতংক বিরাজ করছে জনমনে। আগুনের ঘটনাটি কথিত জি¦ন-ভূত, না মানবসৃষ্ট। এর নেপথ্যে কিছু আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে যদি কাউকে পাওয়া যায় তাকে আইনের আওতায় আনা হবে। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এসময় কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বৈরাগী বাজার টি-২০ লীগ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেখ হাসিনার উপহার মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যানার -ফেস্টুনে একাকার

ঠাকুরগাঁওয়ে জেলা মডেল মসজিদের উদ্বোধন !

দিনাজপুরে পবিত্র ঈদ উল আযহার নামাজ সুষ্ঠুভাবে আদায়ের লক্ষ্যে ঈদগাহ মাঠ পরিদর্শন ও তদারকি করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ

ঠাকুরগাঁওয়ে গড়েয়া হাটে জমে উঠেছে সুপারির ব্যবসা !

শিক্ষার পাশাপাশি মাশরুম চাষে সফল কলেজ ছাত্র রাকেশ

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে নিরবে চলছে ‘ভাদর কাটানি’ উৎসব

দিনাজপুরে সামসুজ্জামান চৌধুরী খোকা ভাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে চেক বিতরণ

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ