মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘুষের টাকাসহ গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের প্রকৌশলী গ্রেফতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৫, ২০২৪ ১০:৩৭ পূর্বাহ্ণ

ঘুষের দেড় লাখ টাকাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দিনাজপুরের তার নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দুদকের দিনাজপুর অফিসের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে দুদক টিম।
এসময় মোরশেদ আলমের কাছ থেকে দেড় লাখ টাকাসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয় এবং মামলা দায়ের করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক দিনাজপুর জানায়, দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিরুদ্ধে রিভাইজড প্ল্যান অনুমোদন, খÐ জমি বরাদ্দ ও প্লটের বাণিজ্যিক অনুমোদনে ঘুষ দাবির অভিযোগে দুদকের দিনাজপুর জেলা কার্যালয় থেকে ২৮ ফেব্রæয়ারী দুদক দিনাজপুর অফিসের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় দুদকের সহকারী পরিচালক মো.নূর আলমের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম উপসহকারী প্রকৌশলী এবং প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ মোরশেদ আলম দুদকে অভিযোগকারীর কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়া দেড় লাখ টাকাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে। পরে উক্ত ঘুষের টাকা ও রেকর্ডপত্র জব্দপূর্বক সংগ্রহ করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে নির্বাহী প্রকৌশলীর হেফাজতে দেওয়া হয়েছিল।
পরবর্তীতে দুদক দিনাজপুর হতে রেকর্ডপত্র যাচাই-বাছাই পূর্বক মামলার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করলে কমিশন ৪ মার্চ সোমবার মামলার অনুমোদনপত্র প্রেরন করেন। তার প্রেক্ষিতে সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা ইসমাইল হোসেন অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেফতার করেন।
দুদক দিনাজপুর অফিসের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে সহকারী পরিচালক মো.নূর আলম, মো. ইসমাইল হোসেন, মো. বুলবুল আহমেদ, উপসহকারী পরিচালক কামরুন্নাহার সরকার ও সাগর কুমার সাহা এ অভিযানে অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে চড়ম দূর্ভোগ পোহাচ্ছে তেঁতুলিয়ার মানুষ

হাকিমপুরে হাঁসে-মানুষে বিরল বন্ধুত্ব

বীরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র

বীরগঞ্জে লিচু পাড়তে গিয়ে বি’দ্যুৎ স্পৃ’ষ্ট হয়ে শ্রমিকের মৃ’ত্যু

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড়ে পৌর বিএনপির দোয়া ও আলোচনা সভা

হরিপুরে শয়ন ঘরে আগুন, সব পুড়ে ছাই

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক

তেঁতুলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত|| ওমর আলী সভাপতি, তহিদুল হক সম্পাদক

পঞ্চগড়ে কৃষকদলের মতবিনিময় সভা