Friday , 8 March 2024 | [bangla_date]

বঙ্গবন্ধু কন্যা নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম এমপি

ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছে উল্লেখ্য করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা সমাজের সকল ক্ষেত্রে অবদান রেখে আসছেন। নারী সমাজ আর পিছিয়ে নেই। তারা এখন নিজেরাই স্বাবলম্বী হচ্ছে ও পরিবারে সুফল বয়ে আনছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বে তাদের ভুমিকা অনস্বীকার্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের আমলে নারীরা অবহেলিত ছিল। সমাজে তাদের কোন মুল্য ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীরা আর অবহেলিত নন। তাদের অধিকার নিশ্চিত করেছেন। এই সমাজে একজন পুরুষের যেই অধিকার থাকবে সেই অধিকার নারীদেরও থাকবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারী সমাজ অগ্রণী ভুমিকা পালন করবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার নারী নেতৃত্বের জন্য কাজ করে যাচ্ছেন।
৮ মার্চ শুক্রবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এবারে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “নারীর সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”।
দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুলতানা বুলবুল, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। সঞ্চালনে ছিলেন ডে কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম।
এর আগে বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। এ ছাড়া বেলুন উড়িয়ে ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে নারী দিবসের সকল কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কবরস্থান থেকে মানুষের ১১টি কঙ্কাল চুরি

১ মিনিট দেরি করায় মনোনয়নপত্র জমা দিতে পারলেন না প্রার্থী

হরিপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বীরগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৬.৫৬, ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে গতবারের চেয়ে দ্বিগুন জিপিএ ৫ পেয়েছে

শুক্রবার ৩০জুলাই প্রঢারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

হরিপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে দ্রব্য মুল্য বৃদ্ধির প্রতিবাদে জাপার মানববন্ধন

শিশিরসিক্ত ভোরে বীরগঞ্জে শীতের আগমনী বার্তা