Friday , 8 March 2024 | [bangla_date]

বঙ্গবন্ধু কন্যা নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম এমপি

ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছে উল্লেখ্য করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা সমাজের সকল ক্ষেত্রে অবদান রেখে আসছেন। নারী সমাজ আর পিছিয়ে নেই। তারা এখন নিজেরাই স্বাবলম্বী হচ্ছে ও পরিবারে সুফল বয়ে আনছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বে তাদের ভুমিকা অনস্বীকার্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের আমলে নারীরা অবহেলিত ছিল। সমাজে তাদের কোন মুল্য ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীরা আর অবহেলিত নন। তাদের অধিকার নিশ্চিত করেছেন। এই সমাজে একজন পুরুষের যেই অধিকার থাকবে সেই অধিকার নারীদেরও থাকবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারী সমাজ অগ্রণী ভুমিকা পালন করবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার নারী নেতৃত্বের জন্য কাজ করে যাচ্ছেন।
৮ মার্চ শুক্রবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এবারে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “নারীর সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”।
দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুলতানা বুলবুল, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। সঞ্চালনে ছিলেন ডে কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম।
এর আগে বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। এ ছাড়া বেলুন উড়িয়ে ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে নারী দিবসের সকল কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে ঢিলেঢালা লকডাউন ঃ স্বাস্থ্যবিধি উপেক্ষিত

ফুলবাড়ীতে বিএনপির দুই নেতা আটক

কাহারোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্ত্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

বোচাগঞ্জে ১০ পিছ নিষিদ্ধ টাপেনটা ডল ট্যাবলেট সহ ১জনকে আটক করেছে পুলিশ

মাদক নয়, খেলাধূলাকে আপন করতে হবে যুবকদের -গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে মার্কস অ্যাক্টিভ স্কুল চেস চ্যাম্পস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তহিদুল সভাপতি ও হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত

বীরগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়

রাণীশংকৈলে ভূমিসেবা সপ্তাহের সমাপনি

হাবিপ্রবিতে “শিক্ষণ পদ্ধতি বিষয়ক”  তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

হাবিপ্রবিতে “শিক্ষণ পদ্ধতি বিষয়ক” তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা