বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: বীরগঞ্জ উপজেলার জামতলী যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে সমিতির ১৭তম বার্ষিক সাধারণ সভা ও সদস্যদের মাঝে লভ্যাংশের অর্থ বিতরণ করা হয়ছে। বৃহস্পতিবার জামতলী দাখিল মাদ্রাসা মাঠে ১৪শ জন সদস্যদের মাঝে লভ্যাংশের অর্থ বিতরণ করা হয়।জামতলী যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ সুলতান আহমদের সভাপতিত্বে ১৭তম বার্ষিক সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সমবায় অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় পরিদর্শক ভূপতি চন্দ্র, জামতলী জনকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও জামতলী যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।