আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি ,
মাহে রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী রুহিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি ২০১৫ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল মঙ্গলবার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ গ্রহন করেন বিভিন্ন গ্রুপের আসা বন্দুরা।
এসময় এসএসসি-২০১৫ ব্যাচ এর বন্ধু মহলের মধ্যে উপস্থিত ছিলেন আহসান হাবিব রুবেল সাংবাদিক,নাইমুর রহমান মুন্না,জহিরুল ইসলাম,মুক্তারুল ইসলাম,সিফাত, সোবহানী,মিলন, মিজানুর রহমান,আরমান হক চৌধুরী,রিজভি,রাউফুজ্জামান,রোমেল,জোহিরুল,ইসলাম,আফরিদা,অনি,মিম,মিলন,মামুন,উদয়,আরিফ,হাসিবুল,লিটন,বোরহান,ইসাহাক,শফিকুল,রাহিত,অনিক,স্বপন,নাঈম,রাজা,আব্দুল্লাহ,আক্তারুল,সুমন,জীবন, রাসেল, সবুজ, তুফান প্রমুখ।
এতে আরও অর্ধশত বন্ধুমহল ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয়। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুঝারুল ইসলাম।
উল্লেখ্য এসএসসি ব্যাচ ২০১৫ ব্যাচ এর মধ্যে অনেকেই বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যায়নরত ছাত্র বৃন্দ এবং ডাক্তার,পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।