সোমবার , ১৫ এপ্রিল ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৫, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে চিরিরবন্দরে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিষ্ট চন্দ্র রায় নিহত এবং নিহতের ছেলে গুরুতর আহত হয়েছে।
নিহত বিষ্ট চন্দ্র রায় (৬৫) চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের তুলশীপুর গ্রামের মৃত গর্য চন্দ্র রায়ের ছেলে।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরের বালুপাড়া নামক স্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসীরা জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরের বালুপাড়া নামক স্থানে দ্রæতগামী পিকআপ ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিষ্ট চন্দ্র রায় নিহত এবং নিহতের ছেলে গুরুতর আহত হয়েছে। এসময় স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সংবাদ পেয়ে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শ্যামল রায় ঘটনাস্থলে পৌঁছে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিষয়টি অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শ্যামল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত