সোমবার , ১৫ এপ্রিল ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আমার নেতৃত্বে ৯ জন চেয়ারম্যান ৫৭জন মেম্বার তৈরি করেছি ——-রাণীশংকৈলে জেলা পরিষদ চেয়ারম্যান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৫, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ডিগ্রি কলেজ মাঠে ৭ দিন ব্যাপী ঐতিহ্যবাহী ৩১তম বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (১৪ এপ্রিল) সন্ধায় এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল। এসময় তিনি বলেন এবার থেকে আপনাদের আর বৈশাখী মেলার অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না বছর শেষে স্বাভাবিক নিয়মে অনুমতি পেয়ে যাবেন। ৭দিনের মেলা ১০দিন করার জন্য আমি জেলা প্রশাসকের সাথে কথা বলবো। কিন্তু আমাদের ঠেলাঠেলিতে মেলা গুলি বন্ধ হয়ে যায়। গত ১৩ এপ্রিল পীরগঞ্জ উপজেলায় চৈত্র সংক্রান্তি মেলা আমি (জেলা পরিষদ চেয়ারম্যান) ও প্যানেল চেয়ারম্যান দেবাশিষ দত্ত সমীর উদ্বোধন করেছি। কিন্তু প্রশাসন সে মেলা ভেঙ্গে দিয়েছে। তিনি আরো বলেন ঠাকুরগাঁও জেলায় আমি ৯ জন চেয়ারম্যান ৫৭জন মেম্বার তৈরি করেছি। আমি যা চাই সেটা বাস্তবায়ন করি। আল্লাহর রহমতে আমার কোন অভাব নেই আমি যে পরিবারে জন্ম গ্রহন করেছি। বৈশাখ উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজউদ্দিন আহম্মেদ। সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলীর সঞ্চালনায় গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা আ’লীগ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান ।
আরো বক্তব্য রাখেন, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, ওসি সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সাবেক মেয়র আলমগীর সরকার, জাতীয় পাটির যুগ্ন আহবায়ক আবু তাহের, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, জাপা আহবায়ক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। এছাড়াও পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ মহাদেব বসাক, যুব লীগ সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক রমজান আলী,স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী প্রমুখ। বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক নেতাকর্মী, শিক্ষক, মেলা কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বৈশাখী মেলার মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সর্ববৃহৎ ঈদুল ফিতর নামাজ আদায়ের জন্য প্রস্তুতি সভায় বিশেষ ট্রেনেসহ ঈদগাহ মাঠজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা

পীরগঞ্জের বিকাশ ব্যবসায়ী ইসাহাককে যেভাবে হত্যা করে ছিনতাইকারীরা

পীরগঞ্জে লকডাউন নির্দেশনা অমান্য করায় ৭ব্যক্তি কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

দিনাজপুর জেলা ইমাম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসলামে মানবতাবোধ আছে বলেই জঙ্গীবাদ সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে

সেণ্ট যোসেফ স্কুলের প্রতিষ্ঠাতা স্বর্গীয়া সিস্টার পিয়া ফারনানদেজের মৃত্যু বার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে ৫ দফা দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রোজার ঈদের আগে অনুরোধ শুনলে এই পরিস্থিতি হতো না: সংসদে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা