Tuesday , 7 May 2024 | [bangla_date]

হাবিপ্রবিতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের শিক্ষকবৃন্দের জন্য “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিএসই অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান, সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ রচনা করার ঘোষণা দিয়েছেন। এই স্মার্ট বাংলাদেশ রচনা করার ক্ষেত্রে হাবিপ্রবির অবদান রাখার সুযোগ রয়েছে।
তিনি বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ ২৪ বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন এবং এই স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেই রূপরেখাও তিনি দেখিয়ে দিয়ে গেছেন। বাংলাদেশকে তিনি সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী শক্তিদের দ্বারা জাতির পিতাকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে সোনার বাংলার প্রত্যয় থেকে আমরা বিচ্যুত হয়েছিলাম। সেই বিচ্যুতি থেকে কক্ষপথে ফিরে আসার কার্যক্রম শুরু হয় ১৯৯৬ সালে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। বিশেষ করে ২০০৯ সালে দ্বিতীয়বার সরকার গঠনের পরই তিনি প্রথমে সফলভাবে ডিজিটাল বাংলাদেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ রচনা করার ঘোষণা দেন। এক্ষেত্রে, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন তা গঠনে আমাদেরকে অবশ্যই ভ‚মিকা রাখতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত ঘন কুয়াশার সাথে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ

খানসামার কাচিনীয়া প্রাথমিক বিদ্যালয়ে সাড়া ফেলেছে নান্দনিক ছাদবাগান

রাণীশংকৈলে পৃথক ২টি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

পীরগঞ্জে পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে যে কোন দুর্যোগে বাংলাদেশ কম ক্ষতিগ্রস্ত হয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে নির্মাণের তিন মাসে উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং

দিনাজপুর রেল স্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপ ঘটনায় শিশুকে আটক

সা¤প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময়-এমপি গোপাল