মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বেশকিছু উল্লেখযোগ্য উন্নয়নের কাজ সমাপ্ত হইলেও । আরও বেশ কিছু উন্নয়নের কাজ চলমান রয়েছে। ঠাকুরগাঁও জেলায় কাঁচা-পাকা রাস্তা, ব্রিজ-কালভার্ট সহ উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড বিষয়ে তথ্য প্রকাশ করা হয়। এলজিইডি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলায় মোট ৫ হাজার ১২ কি: মি: রাস্তা করা হয়। এর মধ্যে কাঁচা ৩ হাজার ৪১৭ কি: মি এবং পাঁকা ১ হাজার ৫৯৫ কিলোমিটার। মোট ব্রীজ/কালভার্টের সংখ্যা ৭ হাজার ৫৪১। যার দৈর্ঘ্য ২৬ হাজার ২২৩ মিটার। বাস্তবায়নযোগ্য ব্রীজ সংখ্যা ৮৫টি, যার দৈর্ঘ্য ১ হাজার ৮০৫ মিটার। যার মধ্যে সদর উপজেলায় মোট রাস্তা ২ হাজার ২০৬ দশমিক ২০ কি: মি। কাঁচা ১ হাজার ৬৩৩ দশমিক ৭০ কি: মি: ও পাঁকা ৫৭২ দশমিক ৫০ কি: মি:। মোট ব্রীজ কালভার্টের সংখ্যা ৩ হাজার ৩৭৮। দৈর্ঘ্য ১১ হাজার ৩৭০ দশমিক ৪০ মি:। বাস্তবায়নযোগ্য ব্রীজ ৩৩টি, দৈর্ঘ্য ১ হাজার ৭০১ মিটার। বালিয়াডাঙ্গী উপজেলায় মোট রাস্তা ৭৩৩ কিলোমিটার। এর মধ্যে কাঁচা ৩৭৪ কি: মি: ও পাঁকা ৩৫৮ কিলোমিটার। ব্রীজ/কালভার্টের সংখ্যা ১ হাজার ৩২৮। যার দৈর্ঘ্য ৪ হাজার ৫৮৮ দশমিক ৫০ মিটার। বাস্তবায়নযোগ্য ব্রীজ সংখ্যা ১৬টি, যার দৈর্ঘ্য ৩৫৫ মিটার। হরিপুর উপজেলায় মোট রাস্তা ৪৬৬ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে কাঁচা ৩৫৯ কি: মি: ও পাঁকা ১০৯ কিলোমিটার। ব্রীজ/কালভার্টের সংখ্যা ৭৬৯টি। যার দৈর্ঘ্য ২ হাজার ৪০৫ দশমিক ৯০ মিটার। বাস্তবায়নযোগ্য ব্রীজ সংখ্যা ২৬টি, দৈর্ঘ্য ৯২৯ মিটার। পীরগঞ্জ উপজেলায় মোট রাস্তা ৭৬৫ দশমিক ৪০ কিলোমিটার। এর মধ্যে কাঁচা ৪৫১ দশমিক ১০ কি: মি: ও পাঁকা ৩১৪ দশমিক ৪০ কিলোমিটার। ব্রীজ/কালভার্টের সংখ্যা ৯২৩টি। যার দৈর্ঘ্য ৩ হাজার ৯৬০ দশমিক ৮০ মিটার। বাস্তবায়নযোগ্য ব্রীজ সংখ্যা ৭টি, দৈর্ঘ্য ৪০৭ মিটার। রানীশংকৈল উপজেলায় মোট রাস্তা ৮৪১ দশমিক ৪০ কিলোমিটার। এর মধ্যে কাঁচা ৬০৯ দশমিক ৯০ কি: মি: ও পাঁকা ২৪০ দশমিক ৫০ কিলোমিটার। ব্রীজ/কালভার্টের সংখ্যা ১১৬টি। যার দৈর্ঘ্য ৩ হাজার ৮৯৭ দশমিক ৫০ মিটার। বাস্তবায়নযোগ্য ব্রীজ সংখ্যা ৬টি, দৈর্ঘ্য ১০৪ মিটার। এছাড়াও গুরুত্বপুর্ন রাস্তা/ব্রীজ/কালভার্টসমূহ পর্যায়ক্রমে পাঁকা/নির্মাণ করনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। চলমান ২৩-২৪ অর্থবছরে ৭৫ কি:মি: কাঁচা রাস্তা পাঁকা করণ করা হবে এবং প্রায় ১৫টি ব্রিজের প্রস্তাব দেওয়া হয়েছে। জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রস্তাবিত প্রকল্প) হতে আরো প্রায় ২শ কিলোমিটার সড়ক ও প্রায় ৮৫টি ব্রিজের মোট ২ হাজার ৮০৫ মিটার দৈর্ঘ্য ব্রীজের প্রস্তাব ভিপিপি পৃক্রয়াধীন রয়েছে বলে জানানো হয়।