বৃহস্পতিবার পল্লীশ্রী’র হলরুমে দিনাজপুর ডেমক্রেসি ওয়াচ এর নাগরিক প্লাটফর্মের আয়োজনে এবং আস্থা প্রকেল্পর আওতায় দিনাজপুরের সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
ডেমক্রেসি ওয়াচ দিনাজপুর নাগরিক প্লাটফর্মের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমানের সভাপতিত্বে বিষয়বস্তু নিয়ে সম্মানীত অতিথি হিসেবে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর তার বক্তব্যে বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে সচেতনতার প্রয়োজন রয়েছে। শুধু আইন দিয়ে মাদক প্রতিরোধ করা যাবে না। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুনির হোসেন বলেন, আমরা যে সমস্ত ভাতা উপকারভোগীদের মাঝে মোবাইল ফোনের মাধ্যমে প্রদান করে থাকি তা বর্তমানে কিছু হ্যাকারদের কারণে ভাতার টাকা আত্মসাৎ হচ্ছে। এ ব্যাপারে যুবকদের সচেতন করতে হবে উপকারভোগীদের। জেলা কালচারাল অফিসার মীর আরা পারভীন বলেন, যুব সমাজকে টিকিয়ে রাখতে হলে সাংস্কৃতিক চর্চা যথেষ্ট অবদান রাখবে। দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল তার বক্তব্যে বলেন, সমাজব্যবস্থা পরিবর্তনে শুধু পুলিশ নয়- সকলকে একসাথে কাজ করতে হবে। এর জন্য যেমন চাই সচেতনতা ঠিক তেমনই চাই অভিভাবকদের হস্তক্ষেপ। যুব উন্নয়ন অধিদপ্তর এর সহকারী পরিচালক অনুপম বিশ্বাস বলেন যুব উন্নয়নে যুবকদের জন্য প্রচুর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যুবকরা দক্ষ হয়ে বিভিন্ন কাজে সম্পৃক্ত হলে তারা খারাপ পথে পরিচালিত হবে না। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব তারিকুজ্জামান তারেক। মুক্ত আলোচনা করেন প্লাটফর্মের সদস্য আফসানা ইমু, রুবিনা আক্তার, মুকিদ হায়দার শিপন, কাশী কুমার দাস, মোঃ হাবিবুল্লাহ, আনোয়ার হোসেন বাবলু, তরিকুল আলম। সভাপতির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ও নাগরিক প্লাটফর্মের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বলেন দূর্নীতি এখন আমাদের রন্ধে রন্ধে প্রবাহিত হচ্ছে। দূর্নীতি ও মাদকের সমন্ধে আমাদেরকেই সচেতন হতে হবে। সেই সাথে শপথ নিতে হবে আজ থেকে আমি কোনো মিথ্যা কথা বলবো না। তাহলেই সমাজ পরিবর্তন হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেমক্রেসি ওয়াচ দিনাজপুরের সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান।