বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।। যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(বালক ও বালিকা) অনুর্ধ্ব-১৭ বোচাগঞ্জ উপজেলার শেখ রাশেল মিনি ষ্টিডিয়ামে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় ৪ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ টায় উক্ত টুর্ণামেন্ট এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী। উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ডালিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সেতাবগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আব্দুস সবুর, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ শাহনেয়াজ প্রমুখ। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাবেক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।