Tuesday , 9 July 2024 | [bangla_date]

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৮টি দলকে নিয়ে দিনাজপুরে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ দিনাজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়েছে। এতে জেলার ৮টি কলেজ অংশগ্রহণ করেছে।
রোববার সকাল ১১ টায় দিনাজপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম।
জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান তুষার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
এছাড়া জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপূর্ব’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, জুলফিকার আলী, আবু শাহীনসহ অংশগ্রহনকারী কলেজের শিক্ষক, কোচ ও খেলোয়াড়বৃন্দ।
আয়োজকরা জানান, দিনাজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টে জেলার ৮টি কলেজ অংশগ্রহণ করেছে। কলেজগুলো হচ্ছে- বিরল সরকারি কলেজ, ফাসিলাডাঙ্গা মহাবিদ্যালয়, কাদের বক্স মেমোরিয়াল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, শংকরপুর মহাবিদ্যালয়, সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ, চিরিরবন্দর সরকারি কলেজ ও পাঁচবাড়ী মকলেছুর রহমান মহাবিদ্যালয়।
উদ্বোধনী খেলায় অংশ নেয় হলুদ জার্সি পরিহিত বিরল সরকারি কলেজ বনাম নীল জার্সি পরিহিত ফাসিলাডাঙ্গা মহাবিদ্যালয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ৪-৩ গোলে ফাসিলাডাঙ্গা মহাবিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় বিরল সরকারি কলেজ। খেলা পরিচালনা করেন রেফারি মো. ওবায়দুর রহমান, বেলাল ও বিল্পব তপ্ন এবং টেবিল রেফারি ছিলেন আবু বক্কর।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আশুড়ার বিল আর দু’পাশের বনের দৃশ্য দেখতে মাঝে দৃষ্টিনন্দন কাঠের সেতুতে উপচে পড়া ভীড়

জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ১০ ডিসেম্বর

জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ১০ ডিসেম্বর

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি

পীরগঞ্জে ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার ইন্তেকাল

নারী ঐক্য পরিষদের আয়োজনে  দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের  উদ্দেশ্যে বøক ও বাটিক কোর্সের উদ্বোধন

নারী ঐক্য পরিষদের আয়োজনে দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে বøক ও বাটিক কোর্সের উদ্বোধন

পঞ্চগড়ে সরকারি দপ্তরে সেবার মান উন্নয়নে গণশুনানি

বাক-শ্রবণপ্রতিবন্ধী ইন্দ্রজিত সাহার সাফল্যে এলাকায় খুশির বন্যা