বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। বোচাগঞ্জের গর্বিত কৃতি শিক্ষার্থী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী উপজেলার চাপাইডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী রাইসা ফাহমিদাকে সংবর্ধনা প্রদান করেছে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস।
গত ৮ জুলাই সোমবার বোচাগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার দেশ সেরা মেধাবী শিশু শিক্ষার্থী রাইসা ফাহমিদার হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন। এসময় বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল হুদা, শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, সহকরী শিক্ষা অফিসার মোশারফ হোসেন, খুরশিদা ফেরদৌস, চাপাইডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উভরাজ চন্দ্র দেবশর্মা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।