তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি,তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারের মামুনুর রশিদ মিলন (২২) মহব্বত আলীর ছেলে রংপুর কার্মাইকেল কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।আপনার সাহায্যে বাঁচতে পারে হত দরিদ্র মেধাবী কলেজ ছাত্র।
তার জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।তিনি ৪ মাস ধরে একুড মা-ই লয়েড লিউকোমিয়া বøাট ক্যানসার আক্রান্ত সমস্যার দেখা দিয়েছে। তিনি স্বাভাবিকভাবে কিছু খেতে পারেন না বর্তমানে ভারতের কোলকাতাতে ঠাকুর পুকুর ক্যানসার হাসপাতালে ডাঃ মৌপালি ঘোষ ও পি.পি গুপ্তার তৎবধানে চিকিৎসাধীন রয়েছে।জরুরি ভিত্তিতে তার ক্যানসার প্রতিস্থাপন সহ উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায়, তার জীবন নাশের আশংকা রয়েছে। দিন দিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়। এখন আর তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। অসুস্থ মামুনুর রশিদ এর পিতা মহব্বত আলী একজন কাট মিস্ত্রি । দরিদ্র পিতা একমাত্র ছেলেকে ঐঝঈ পাশ করিয়েছেন,এখন তার পরিবারের দুই ছেলে ও একটি মেয়ে বড় ছেলে মিলন ঐঝঈ পাশ করে রংপুর কার্মাইকেল কলেজের অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত।শুধু তার বাবার বাড়ির ভিটাটি আছে, এছাড়া জমিজমা সহায়-সম্বল বলতে কিছুই নেই। এমতাবস্থায় মহব্বত আলী অসহায় ও নিরুপায় হয়ে পিতা ছেলের সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে ক্যানসার এর চিকিৎসা জন্য দান ও আর্থিক সাহায্যের কামনা করেছেন। অসহায় মামুনুর রশিদের চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুন মোবাইল নম্বরে-নগদ-০১৩১৫২২১৪৫৬, বিকাশ- ০১৩১৭৩৩৬৮১৯ অথবা অগ্রণী ব্যাংক শালবাহান হাট শাখার হিসাব নং-০২০০০০৮১২৭০৮৮।