বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাস্তা অবরোধ-মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা — গ্রেফতার-১

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৭, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলকারীদের রাস্তা অবরোধ ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়। সদর থানার এসআই (নি:) মো: বদিউজ্জামান (৪৫) বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে বহু ছাত্র-ছাত্রী ও বহিরাগতদের আসামী করে এ মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার ৫ নং আসামী আল মামুন (৩৩) কে গ্রেফতার করে। মামলায় জানা যায়,১৬ জুলাই মঙ্গলবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মূল ফটকেরসামনে রাস্তা অবরোধ ও ভাংচুরের বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ। সে অনুযায়ী মামলার বাদী মো: বদিউজ্জামান সহ ১৯ জন অফিসার প্রায় ১৪ জন ফোর্স নিয়ে উল্লেখিত স্থানে ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন রকম ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালনা করা হয়। এ সময় ঠাকুরগাঁও চৌরাস্তা হতে বাসষ্ট্যান্ড পর্যন্ত মহাসড়ক প্রায় ৩ ঘন্টা বন্ধ হয়ে পরে। আন্দোলনকারীরা এক সময় শহরের চৌরাস্তার দিকে অগ্রসর হলে বিপরীত থেকে ছাত্রলীগের কিছু নেতা কর্মী এগিয়ে প্রতিবাদ করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা এগিয়ে গেলে আন্দোলনকারীরা হামলা চালিয়ে মো: শফিকুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে ইট পাটকেল মেরে আহত করে। তার পরও পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করলেও তারা আরও হিংসাত্মক হয়ে হামলা চালানো বাড়িয়ে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে জানমাল রক্ষার্থে পুলিশ তাদের শান্ত করতে প্রথমে গ্যাস গান নিক্ষেপ করে। পরক্ষনেই আন্দোলনকারীরা সার্কেল অফিসের প্রধান গেটের তালা ভেঙ্গে অফিস কাম বাস ভবনের জানালার গ্লাসে ইটপাটকেল মেরে ভাংচুর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এ সময় কোন উপায়ন্তর না পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩টি সাউন্ড গ্রেনেড, ১৯টি গ্যাস সেল, মোট ৫৮ শর্টগানের রাউন্ড তার্তুজ ফায়ার করে।
মামলার আসামীরা হলেন, পৌর শহরের হাজীপাড়া মহল্লার মো: রফিকুল ইসলামের ছেলে মো: মাহিম ওরফে মাহি (২৩), ফকির পাড়া মহল্লার শেখ হায়দার আলীর ছেলে মো: কায়েস (৩৫), হাজীপাড়া মহল্লার হৃদয় (২৩), আল আমিন ইসলাম (২২), সদর উপজেলার পূর্ব পারপূগী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আল মামুন (৩৩), একই গ্রামের মিজানুর রহমানের ছেলে রাসু (২৬), পূর্ব গোয়ালপাড়া মহল্লার শফিকুল ইসলামের ছেলে মো: মাসুদ রানা ডানো (২৮), শাহপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে সৈকত (২২), হাজীপাড়া মহল্লার মৃত আবু তাহেরের ছেলে মো: অহিদুল ইসলাম (৩০), মো: রেজওয়ানুল হক রেজু, হাজীপাড়া বৈশাখীমোড় এলাকার রিপন ইসলাম বাবু, সাজ্জাত হোসেন সাজু, ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মো: ছুটুর ছেলে আব্দুল রহমান রাজা (২২) সহ বহু সংখ্যক ছাত্র-ছাত্রী এবং বহিরাগত লোকজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

বাংলাবান্ধা স্থলবন্দর জেলা প্রশাসকের কাছে চাঁদাবাজির অভিযোগে মারধর, অত:পর মীমাংসা

পঞ্চগড়ে বন্যার্তদের সাহায্য করার নামে টাকা তুলতে গিয়ে ৮ প্রতারক আটক

ঠাকুরগাঁওয়ে মহান মুক্তিযোদ্ধাদের ইতিহাস ও নারী শিক্ষা, নারী উন্নয়নে সরকারের কার্যাবলী নিয়ে উন্মুক্ত বৈঠক !

বীরগঞ্জ উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি

বীরগঞ্জে নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে লেবুর চারা বিতরণ অনুষ্ঠিত

বীরগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সন্তানের জননীর মৃত্যু

বীরগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সন্তানের জননীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ-বেকারি বন্ধ ঘোষণা

মাঘের শীতে জবুথবু বীরগঞ্জের মানুষ