কাহারোল প্রতিনিধি \দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি এলাকায় চলছে আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে কাহারোল উপজেলার কৃষকেরা। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে কেউ জমিতে চারা রোপন করছেন, কেউ বা চাষ দিচ্ছেন, আবার কেউ অপেক্ষাকৃত উঁচু জমিতে সেচ দিয়ে আমন চাষের উপযুক্ত করছেন। এমনি ভাবে কাহারোল উপজেলার মাঠে মাঠে আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। গত কয়েকদিনের বৃষ্টির পানি আমন চাষীদের আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এই সুযোগে চাষীরা রোপনের জন্য দ্রæত জমি প্রস্তুত করছেন।
কাহারোল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৩ শত ৪০ হেক্টর জমিতে আমন চাষ করা হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলায় আমন ধানের ৭০ ভাগ আমন ধান রোপন করা হয়েছে বলে কৃষি কর্মকর্তা বলেন।
কাহারোল উপজেলার বাইশপুর গ্রামের কৃষক হবিবর রহমান জানান, তিনি এবার ৪ একর জমিতে ৫১ জাতের আমন ধান রোপন করেছেন। একই গ্রামের অপর কৃষক আকবর আলী বলেন, তিনি ২ একর আগাম জাতের ধান রোপন করেছেন। হাটিয়ারী গ্রামের উজ্জ্বল চন্দ্র রায় ১ একর জমিতে আগাম জাতের বিনা ধান ৭৫ চাষ করেছেন।
কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, আজ পর্যন্ত উপজেলায় ৭০ ভাগ জমিতে আমন ধান রোপন করেছেন কৃষকেরা। বর্তমানে সার, বীজ, সেচ, কৃষি শ্রমিক নিয়ে এখন পর্যন্ত কোন সমস্যা দেখা দেয়নি। কৃষি বিভাগ কৃষকদের উন্নত জাতের আমন ধানের বীজ, সার প্রণোদনা হিসেবে দিয়েছেন। কৃষি বিভাগ কৃষকদের সার্বিক ভাবে সহযোগিতা করছেন।