“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধণ হয়েছে।
বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোমিনুল করিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো.আশরাফুজ্জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিনা কুমারী রায়, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম বানু নারগিস, মৎস্য চাষী মো.আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক পূরবী রানী রায়।
আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধণ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। এরপর দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর দিঘিতে মৎস্য সপ্তাহের উদ্বোধণ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় দিনাজপুর জেলার ৩ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিরল
বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরলে মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য সড়ক র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে একটি র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী অফিসার বহিৃ শিখা আশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ‘‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরুষ্কার বিতরণী ও পোনা মাছ অবমুক্ত করণের মধ্য দিয়ে জাতীয় মৎস সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে।
বুধবার বিকেল ৪ টায় দিবসটি উপলক্ষে পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী।
অনুষ্ঠানে মোহাম্মাদ বিপ্লব সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলার সফল মৎস চাষী কাজী আবু সায়াদ চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস চাষী হিসেবে ৩ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মৎস চাষী, জেলে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী, গণ্যমান্য ব্যক্তি বর্গসহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা মৎস কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হানিফ উদ্দিন অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
খানসামা
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি: ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মতো দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরপরে শ্রেষ্ঠ মৎস্যচাষী ও মৎস্যজীবিদের ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পলি রায়, উপজেলা মৎস্য অফিসার শাম্মী আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী ও সাংবাদিকবৃন্দ।