বিরল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরলে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্জলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীরা।
শনিবার বিকালে বিরল পৌর শহরের বকুল তোরার মোড়ে ছাত্র-ছাত্রীরা জমায়েত হতে শুরু করে। পরে বিকাল ৬ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিলসহ শহীদ মিনার চত্বরে এসে বিক্ষোভ প্রদর্শন, মোমবাতি প্রজ্জলন ও শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করে। এরপর আবার বিক্ষোভ মিছিলটি বকুল তোলার মোড়ে গিয়ে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।