বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও দাবি আদায়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশকে পুনর্গঠনেও হাত লাগিয়েছে দেশের ছাত্র-জনতা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদর পৌরশহরের সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পরিস্কার পরিছন্নতার কাজ শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগষ্ট -২০২৪) সকালে শহরের বিজয় চত্বর, তাজ মহল মোড়সহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ এলাকায় সড়কের যানজট নিরসনে কাজ করতে দেখা যায় ৫-৬ জন শিক্ষার্থীকে। বীরগঞ্জ থানা ক্যাম্পাস ছাড়াও বিভিন্ন এলাকায় পরিস্কার পরিছন্নতা কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান,শেখ হাসিনা পদত্যাগের পর দেশজুড়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সেই সকল ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাটের সকল ময়লা-আবর্জনা পরিস্কার করার কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনের জন্য কাজ করছেন।