মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে প্রধান শিক্ষককে মারপিট করে পদত্যাগ পত্র লিখে নেয়ার ঘটনায় ক্ষমা চাইলেন সাবেক ইউপি চেয়ারম্যান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৩, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রধান শিক্ষককে মারপিট করে জোর করে পদত্যাগ পত্র লিখে নেওয়ার ঘটনায় জনসম্মুখে ওই শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছেন এক সাবেক ইউপি চেয়ারম্যান। সোমবার দুপুরে ঘটনার আপোষ মিমাংশা শেষে বিদ্যালয় চত্বরে স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্ষমা প্রার্থনা করেন ওই সাবেক চেয়ারম্যান।
জানা যায়, সরকার পতনের পর দিন ৬ আগষ্ট দুপুরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের বন্দিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বিদ্যালয়ে গেলে তার উপর হামলা করে ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সবির সফির ও তার লোকজন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষে আটকে রেখে প্রধান শিক্ষককে মারপিট করে জোর করে তার কাছ থেকে পদত্যাপত্র লিখে নেয় এবং সহকারী প্রধান শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানে বাধ্য করা হয়। সেই সাথে বিদ্যালয়ের আম বাগানও তাদের নামে লিখে নিয়ে প্রধান শিক্ষককে চাপ দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয় এবং তা ভিডিও ধারণ করে সামাজিক যোগামাধ্যম ফেসবুকে ছাড়া হয়। ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে এলাকায় বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হলে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বিষয়টি নিরশনের উদ্যোগ নেন। এ নিয়ে গত সোমবার বিদ্যালয়ে এক সভা আহবান করা হয়। সেখানে ঐ নেতৃবৃন্দ ছাড়াও প্রধান শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিযুক্ত ঐ সাবেক ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি নিরশন করা হয়। পরে বিদ্যালয় চত্বরে সকলের উপস্থিতিতে প্রধান শিক্ষক সহ সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান সফির। সেই সাথে লিখে নেয়া পদত্যাগ পত্র, বাগানের কাগজ পত্র সহ অন্যান্য কাগজ পত্র ফেরত প্রদান করেন।
প্রধান শিক্ষক আবু সিদ্দিক জানান, অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করায় এবং লিখে নেওয়া পদত্যাগ পত্র সহ অন্যান্য কাগজপত্র ফেরত দেয়ায় বিদ্যালয়ের স্বার্থে বিষয়টি নিরশন করা হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সবির সফির জানান, আবেগের বসে ঘটানো অনাকাংখিত ঐ ঘটনার জন্য তিনি লজ্জিত। গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিরশন করে দিয়েছেন।
এ বিষয়ে সাবেক এমপি জাহিদুর রহমান জানান, ঐ সাবেক চেয়ারম্যান অনুতপ্ত হয়ে প্রধান শিক্ষকের কাছে মাফ চেয়েছেন। এ অবস্থায় উভয় পক্ষের সাথে কথা বলে বিদ্যালয়ের কথা বিবেচনা করেই বিষয়টি নিরশস করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ খলিল,
বিএনপি নেতা জিল্লুর রহমান জুয়েল, আক্তার, ডলার, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদার রানা, বাংলাদেশ শিক্ষক সমিতির পীরগঞ্জ শাখার সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক কায়সার আলী,সিঙ্গারোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল মন্ডল,প্রধান শিক্ষক শাহ আলম, মোশারফ হোসেন, মিস্টার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতা ও ৭ বীরশ্রেষ্ঠের মুর‌্যাল উদ্বোধন করলেন — এমপি দবিরুল ইসলাম

বোচাগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়ান দিবস উপলক্ষে আলোচনা সভা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন

রাণীশংকৈলে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

৪৮ ঘন্টা পর কিশোরের মরদেহ ফেরত দিল ভারতের বিএসএফ

শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা থামছেই না! ছাত্র শিক্ষককের দাবির মুখে ইশতেফা পত্রে স্বাক্ষর করেছেন সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল্যাহ

শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা থামছেই না! ছাত্র শিক্ষককের দাবির মুখে ইশতেফা পত্রে স্বাক্ষর করেছেন সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল্যাহ

বীরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

বীরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

দিনাজপুরে শিয়ালের কামড়ে আহত-৭, আতঙ্কে গ্রামবাসী

দিনাজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকদের এক ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন

ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মকে কুলষিত করার চেষ্টা করছেন সা¤প্রদায়িক শক্তি -মনোরঞ্জন শীল গোপাল এমপি