Thursday , 12 September 2024 | [bangla_date]

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা

বিকাশ ঘোষ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন জেলার পূজা মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সমস্যা ও ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক মহেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় কৃষক দলের সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু, রাজ দেবোত্তর ট্রাস্টের সদস্য বিমল চন্দ্র দাস,কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি ভবেশ চন্দ্র রায়, সাবেক সভাপতি গিরিজা নাথ দাস,উপজেলা হিন্দু -বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়,
বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য ও (উত্তরবঙ্গের বিষয়ক বিশেষ উপদেষ্টা) অধ্যাপক প্রভাস চন্দ্র রায়, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল। এসময় উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক খান বাবু, সদস্য সচিব মোঃ কামরুল হাসান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, যুগ্ন আহ্বায়ক ফজলে আলম শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তানভীর চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী লাইছুর রহমান লিপু
,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল দেবশর্মা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রতন কুমার রেন্টু,মোকারম হোসেন পলাশ, শাকিল সরকার, যুবকদের আহবায়ক আবু সাইদ,যুগ্ম আহবায়ক রাইস হাসান তারেক, আকাশ, শিপনসহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রতি বজায় রেখে প্রতি বছর সার্বজনীন দূর্গা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এ উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই ১৬৩টি মন্ডপ কমিটি এখন প্রতিমা স্থাপনের কাজ শুরু। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিবছরের ন্যায় এবার আরও উৎসব মুখর হয়ে উঠবে। প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলকে সজাগ থাকতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ছাত্রদলের প্রচার সম্পাদক এখন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক!

চিরিরবন্দরে শিক্ষকের বাইসাইকেল নিয়ে যাওয়ার  অপরাধে ছাত্রকে বেধড়ক মারপিট

চিরিরবন্দরে শিক্ষকের বাইসাইকেল নিয়ে যাওয়ার অপরাধে ছাত্রকে বেধড়ক মারপিট

চিরিরবন্দরে বসুন্ধরা শুভসংঘের আযান প্রতিযোগিতা

দিনাজপুরে বিজিবির আন্তঃ জুডো প্রতিযোগীতায় চূড়ান্ত খেলায় রংপুর রিজিয়ন চ্যাম্পিয়ান \ সরাইল রিজিয়ন রানারআপ

বীরগঞ্জে জটিল রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

ঠাকুরগাঁয়ে রুহিয়া থানার ৫ টি ইউপিতে নৌকার জয়।

তেঁতুলিয়ায় প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

পীরগঞ্জে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হলি ল্যান্ড কলেজ দিনাজপুরের মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে সফল দৃষ্টান্ত স্থাপন

রানীশংকৈল পৌরসভা কাযার্লয়ের চুরি; আতংকে পৌরবাসি