কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর’২৪) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালর আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তরী, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম হেলাল, কাহারোল থানার ওসি তদন্ত বাবলু কুমার রায়সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা বক্তৃতা দেন।