বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ‘‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামী বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর সোমবার দুপুর ২ টায় উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিডিসির সভাপতি প্রফুল্ল কর্মকার, মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব কর্মকার ও সহকারী শিক্ষক হুমায়ুন কবির।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় শিশুকন্যা দিবস ঘোষনা করা হয়। একটা সময় ছিল যখন কন্যা শিশু চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা । কন্যার জন্মগুহণে খুশি হতে পারত না পিতামাতারা। কারণ, তখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে বৃদ্ধ বয়সের অবলম¦ন মনে করা হত। তাই কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত¦ দেয়া হতো বেশি ।তবে সময় বদলেছে, তার সাথে বদলেছে পিতামাতার ধারনাও।
নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তারে মতো সমানতালে পরিবারে ,সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহমায় জীবনে সহায় হয়ে দেখ দিচ্ছে । ক্ষেত্র বিশেষে পুত্র সন্তানের চেযে বাবা-মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা।
আজ কন্যা শিশু দিবসটি ঘিরে নানান কর্মসূচী হাতে নিয়েছে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি উদযাপনে অধীনস্ত জেলা ও উপজেলা দপ্তরগুলোকে কর্মসূচি গ্রহণের নির্দেশনা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।