পঞ্চগড় প্রতিনিধি\‘মর্যাদাপুর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ শ্লোগানে পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র উদ্যেগে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় হতে বিভিন্ন ইউনিয়নের প্রবীণদের নিয়ে একটি র্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা সমাজসেবা কার্যালয় ও রিক’র যৌথ উদ্যেগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবার উপ-পরিচালক জনাব অনিরূদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের। এ সময় রিকের জোনাল ম্যানেজার রিয়াজুল ইসলাম, রিকের এরিয়া ম্যানেজার আব্দুল মালেক প্রামানিক শামীম, শাখা ম্যানেজার জিয়াউল হক, রিকের বিভিন্ন ইউনিয়ন প্রবীণ কমিটির সদস্যবৃন্দ, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশের তৃণমুল পর্যায়ের প্রবীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রবীণ কমিটির মাধ্যমে রিক প্রবীণদের সামাজিক মর্যাদা নিশ্চিতকরন, প্রবীণদের অধিকার বাস্তবায়ন ও সরকারী-বেসরকারী সেবা প্রাপ্তীতে সহায়তা করে থাকে।