রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দীর্ঘ ১৬ বছর পর নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের চৌরাস্তা মোড়ে বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, উপদেষ্টা মন্ডলীর সদস্য, হামিদুর রহমান, সহ-সভাপতি নূর আলম, হামিদুর রহমান, নূর নবী,পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম মানিক মাষ্টার, সাহাবউদ্দিন মাষ্টার, মহিলা নেত্রী মনিরা বিশ্বাস,
উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি,আক্তার হোসেন আক্তার,যুগ্ম আহ্বায়ক মুনতাসীর আল মামুন যুবদলের জৈষ্ঠ্য সচিব ঈসা শ্রমিক দলের নেতা রুকু যুব দলের নেতা মিলন, বিএনপির ওয়ার্ড সভাপতি গোলাম রব্বানী পৌর বিএনপির সহ-সভাপতি হামিদুর রহমান, ইউনিয়ন সভাপতি মনতাজ আলী মাস্টার, আমির হোসেন বাবু,উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক ইউপি সদস্য শাহাজাহান আলী প্রমুখ।
উল্লেখ্য : প্রোগ্রাম শেষে প্রজেক্টর এর মাধ্যমে মেজর জিয়াউর রহমানের জীবনী কাহিনি দেখানো হয়।