Thursday , 7 November 2024 | [bangla_date]

পীরগঞ্জে পুকুর দখল করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুর জবর দখল করে ড্রেজার মেশিন দিয়ে ওই পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ইব্রাহিম তালুকাদর ও সুমন আলী নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পুকুর পাড় সহ আশ পাশের ফসলি জমিতে ভাঙ্গনের আশঙ্কা দেখা দেওয়ায় এ বিষয়ে বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন আইভি চৌধুরী নামে এক ভূক্তভোগী নারী।
উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে রিসিভ করা অভিযোগপত্র সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের সেলিম হাসনাত নামে এক ইংল্যান্ড প্রবাসী জমি কিনে পুকুর করে সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তার স্ত্রী ওই পুকুর দেখাশোনা করেন। গত ৩০ অক্টোবর সেলিম হাসনাতের বাবা ইব্রাহিম তালুকদার ও তার ভাই সুমন আলী ওই পুকুরটি দখল করে সেখানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। সেলিম হাসনাতের স্ত্রী আইভি চৌধুরী তাদের পুকুর থেকে বালু উত্তোলন করতে নিষেধ করলে তারা কর্ণপাত করছেন না। প্রবাসী সেলিম হাসনাতও মোবাইল ফোনে তাদের বালু উত্তোলন করতে নিষধে করলেও তারা অবৈধভাবে বালু উত্তোলন করেই চলছেন। বালু উত্তোলন বন্ধ না করে উল্টো ওই প্রবাসীকে মোবাইল ফোনে তার পরিবারের লোকদের মারপিট সহ হত্যা করা ভয় দেখানো সহ বিভিন্ন হুমকি দিচ্ছেন বালু উত্তোলনকারীরা। এদিকে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পুকুর পাড় সহ আশ পাশের ফসলি জমিতে ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে। অবৈধভাবে পুকুর জবর দখলে করে বালু উত্তোলনের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের কাছে লিখিত অভিযোগ করেছেন প্রবাসী সেলিম হাসনাতের স্ত্রী আইভি চৌধুরী।
পুকুর দখল করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে ইব্রাহিম তালুকদারের কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, পুকুর থেকে নয় আমার নিজের জমি থেকে বালু তুলে বর্ডার গার্ড ক্যাম্পে ঘর নির্মাণ কাজের ঠিকাদারের কাছে বিক্রি করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের মতামত জানতে তার মোইবাইলে ফোন করা হলে, তিনি ফোন কেটে দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বারবিট নামে ইনজেকশন ১৬ টাকার ইনজেকশন কিনতে হল ৮০০ টাকায়

হরিপুরে হাজারো তরুন ও নারীদের সমাবেশে

ঢাকা আইনজীবি সমিতির নির্বাচনে বিজয়ী ঠাকুরগাঁওয়ের এডভোকেট ফয়সাল

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

ঠাকুরগাঁওয়ে রোড বাজারের ৬.৫৫ একর খাস খতিয়ানভূক্ত জমি অবৈধ দখলদারদের হাতে, রাজস্ব হারাচ্ছে সরকার

পীরগঞ্জে সড়ক দূ*র্ঘটনায় দুই নির্মান শ্রমিকের মৃ*ত্যু

বালিয়াডাঙ্গীতে নৌকার কার্যালয় ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগিয়ে কিশোরের আত্মহত্যা

পীরগঞ্জে জাতীয় গণহত্যা দিবসে আলোচনা

হিলি সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করল বিজিবি