বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জে পুকুর দখল করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৭, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুর জবর দখল করে ড্রেজার মেশিন দিয়ে ওই পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ইব্রাহিম তালুকাদর ও সুমন আলী নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পুকুর পাড় সহ আশ পাশের ফসলি জমিতে ভাঙ্গনের আশঙ্কা দেখা দেওয়ায় এ বিষয়ে বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন আইভি চৌধুরী নামে এক ভূক্তভোগী নারী।
উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে রিসিভ করা অভিযোগপত্র সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের সেলিম হাসনাত নামে এক ইংল্যান্ড প্রবাসী জমি কিনে পুকুর করে সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তার স্ত্রী ওই পুকুর দেখাশোনা করেন। গত ৩০ অক্টোবর সেলিম হাসনাতের বাবা ইব্রাহিম তালুকদার ও তার ভাই সুমন আলী ওই পুকুরটি দখল করে সেখানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। সেলিম হাসনাতের স্ত্রী আইভি চৌধুরী তাদের পুকুর থেকে বালু উত্তোলন করতে নিষেধ করলে তারা কর্ণপাত করছেন না। প্রবাসী সেলিম হাসনাতও মোবাইল ফোনে তাদের বালু উত্তোলন করতে নিষধে করলেও তারা অবৈধভাবে বালু উত্তোলন করেই চলছেন। বালু উত্তোলন বন্ধ না করে উল্টো ওই প্রবাসীকে মোবাইল ফোনে তার পরিবারের লোকদের মারপিট সহ হত্যা করা ভয় দেখানো সহ বিভিন্ন হুমকি দিচ্ছেন বালু উত্তোলনকারীরা। এদিকে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পুকুর পাড় সহ আশ পাশের ফসলি জমিতে ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে। অবৈধভাবে পুকুর জবর দখলে করে বালু উত্তোলনের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের কাছে লিখিত অভিযোগ করেছেন প্রবাসী সেলিম হাসনাতের স্ত্রী আইভি চৌধুরী।
পুকুর দখল করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে ইব্রাহিম তালুকদারের কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, পুকুর থেকে নয় আমার নিজের জমি থেকে বালু তুলে বর্ডার গার্ড ক্যাম্পে ঘর নির্মাণ কাজের ঠিকাদারের কাছে বিক্রি করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের মতামত জানতে তার মোইবাইলে ফোন করা হলে, তিনি ফোন কেটে দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জেলা মডেল মসজিদের উদ্বোধন !

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে অবহিতকরন সভা

বোদায় বেড়াতে এসে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

রাণীশংকৈলে ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদের মাহে রমজানের স্বাগত মিছিল

গরমে পথচারীদরে তৃষ্ণা মেটাচ্ছে বিরামপুর যুব সমাজ ইসলামী সংস্থা

ঠাকুরগাঁওয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৩৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ১ জন গ্রেফতার

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলেন হরিপুর উপজেলা ছাত্রলীগ

আবারও হরিপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

গরীব মানুষদের ঋণ দেওয়ার নামে চেক নিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নির্বাচন বাতিলের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা