পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি\দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ডাক শীর্ষক আহবানে ইউনিয়ন ভিক্তিক মত বিনিময় ও জনসংযোগ শুরু করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার আমবাড়িতে হরিরামপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বড় ধরনের সভা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা এস এম জাকারিয়া বাচ্চু, জেলা যুবদলের সহ সভাপতি মাহফুজুল ইসলাম মাসুম, জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান মানিক, পার্বতীপুর ডিগ্রী কলেজ শাখার সাবেক জিএস আনোয়ারুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মাহফুজার রহমান মানিক, হরিরাপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক শওকত আলী প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র নেতা মাহফুজার রহমান মানিক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া বাচ্চু বলেন,আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে নির্বাচন পর্যন্ত ওয়ার্ড ইউনিয়ন উপজেলা পর্যায় ছোট বড় আলোচনা সভা গ্রামে গ্রামে জনসংযোগ ও জনসভা করা হবে। যা ইতোমধ্যে শুরু করা হয়েছে। জেলা যুবদলের সহ সভাপতি মাহফুজুল ইসলাম মাসুম বলেন, এবারে দিনাজপুর ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্তির তালিকায় নিসন্দেহে প্রথম সারিতে তারুণ্যের অহংকার যুবনেতা এসএম জাকারিয়া বাচ্চু।