বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৭, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

দিনাজপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
বৃহস্পতিবার বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য বীর মুক্তিযদ্ধা মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া, বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারি এম এ জলিল, জেলা বিএনপি’র সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব সোলায়মান মোল্লা, সহ-সভাপতি ও আগামী সংসদ নির্বাচনে বিরল-বোচাগঞ্জ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশি মােজাহারুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, শাহিন সুলতানা বিউটি, জেলা তাঁতীদলের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম প্রমখ।
এর আগে বিকেল ৩টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়।
র‌্যালিতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররাম হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ সোলায়মান মোল্লা, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, মােজাহারুল ইসলাম, আলহাজ্ব হাফিজুর রহমান সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়াসহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদকবৃন্দ সাংগঠনিক সম্পাদকবৃন্দ, জেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যান্য সদস্য, দিনাজপুর পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবী দল, মহিলাদল, জাসাস, জেলার বিভিন্ন উপজেলা হতে আগত বিএনপি’র বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সন্ধ্যা ৬টায় ইনস্টিটিউট মাঠে জেলা জাসাসের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
কাহারোল
দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় সংগতি ও বিপ্লব দিবস পালিত হয়েছে।
দেবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।র‌্যালীটি কাহারোল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে বেলা ১২টায় জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় কার্যালয়ে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা বাদশা,সাধারণ সম্পাদক শামীম হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামীমা পারভীন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক মতিউর রহমান, কাহারোল উপজেলা যুবদলের যুগ্ন আহŸায়ক ইমরান সরদার, সহ অনেকেই বক্তব্য রাখেন ।
বিরল
বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যেছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার সকালে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বিরল বাজার বকুলতলা মোড়ে বিরল পৌর বিএনপি’র সভাপতি মোঃ লিয়াকত আলী এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন (সোনাহার) এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহসভাপতি মোজাহারুল ইসলাম এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।
পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক লুৎফর রহমান এর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহŸায়ক ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলামসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হাবিপ্রবিতে ছাত্র সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাথ আব্দুল্লাহ ও সারজিস আলম

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত