পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভিক্ষুক পূনর্বানে ৩ ভিক্ষুককে ব্যাটারি চালিত রিক্্রা-ভ্যান প্রদান করা হয়েছে। ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মস্থান শীর্ষক কর্মসূচির আওয়াতায় মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে তাদের এসব ভ্যান গাড়ি প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ-সভাপতি বুলবুল আহম্মেদ, সাংবাদিক নুরনবী রানা, সাইদুর রহমান মানিক,লিমন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।