Wednesday , 27 November 2024 | [bangla_date]

দিনাজপুরে মহিলা পরিষদের সংবাদ সম্মেলনে বক্তারা এক বছরে যৌতুকের জন্য নির্যাতিত মামলা হয়েছে-২৭৬টি

“পারিবারিক আইনে সমতা আনি,নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে নির্ধারণ করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষ্যে দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছে মহিলা পরিষদ।
সোমবার দিনাজপুর প্রেসক্লাবের প্রেসকনফারেন্স রুমে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে, গত এক বছরে দিনাজপুর জেলায় নারী ও শিশুর প্রতি সহিংসতার পরিসংখ্যান তুলে ধরেন সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক রুবিনা আকতার। নারী ও শিশু আদালত এবং স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে নভেম্বর’২৩ হতে নভেম্বর’২৪ এই সময়কালে নারী ও শিশু ধর্ষণ মামলা হয়েছে-২৩টি,নারী নির্যাতন মামলা হয়েছে-২৮টি,শিশু নির্যাতন মামলা হয়েছে-২টি, যৌতুকের জন্য নির্যাতিত মামলা হয়েছে-২৭৬টি এবং অন্যান্য মামলা হয়েছে-৩৫৭টি।
এ উপলক্ষে মহিলা পরিষদ দিনাজপুর শাখার উদ্দ্যোগে পর্যায়ক্রমে যে কর্মসূচী গ্রহণ করা হয়েছে তা হল, সংবাদ সম্মেলন, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সভা, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে তরুন-তরুনীদের সাথে মতবিনিময় সভা ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্বমানবাধিকার দিবস উপলক্ষ্যে সমাবেশ/র‌্যালি।
সংগঠনের জেলা শাখার সহ সভাপতি মনোয়ারা সানু‘র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মুলপ্রবন্ধ পাঠ করে সাধারন সম্পাদক রুবিনা আকতার আরও বলেন,২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ’আর্র্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন’-উপলক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচী গ্রহন করেছে মহিলা পরিষদ। যার মূল উদ্দেশ্য হচ্ছে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নির্মূল করা। এমতাবস্থায় শুধু আইন প্রণয়ন ও প্রয়োগ করেই নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবে না। এর জন্য চাই পরিবার,সমাজ ও রাষ্ট্রের প্রচলিত পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। চাই নারীর জন্য নিরাপদ পরিবেশ। নারীর প্রতি সহিংসতা বন্ধে ও নারী-পুরুষের সমতাপূর্ণ পরিবার,সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য তরুণদের ব্যক্তিমানুষ, সংগঠন,সরকার সকলকেই সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে এবং যেখনেই নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা সেখানেই প্রতিবাদ ও রুখে দাড়াতে হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ:সভাপতি ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিগ্যাল এইড ও আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী। সংবাদ সম্মেলনে মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কানিজ রহমান, জেলা কমিটির সহ:সভাপতি মিনতি ঘোষ ও রতœা মিত্র, সহ: সাধারন সম্পাদক রুবি আফরোজ। এছাড়াও এসময় সংগঠনের বিভিন্ন, পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের সিংড়া শালবনে আকাশে ডানা মেললো ১০ শকুন

পলাশবাড়ী ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে ইউপি সদস্য প্রার্থীরা

পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পঞ্চগড় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা

বীরগঞ্জে এনএটি পি – ২ প্রকল্পের আওতায় কৃষকের মাঝে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ

সাংবাদিক আনিসুর রহমানের চাচী আর নেই

বীরগঞ্জে ডিক্রি জারি করতে এসে জজ কোর্টের নাজির ও ঢুলি আহত

হরিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ছাত্র মৈত্রী শিক্ষা উপকরণে দাম কমানোর দাবীতে দিনাজপুরে মানববন্ধন ও মিছিল

হরিপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ৩শত’ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ