মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে সাহান পারভেজ, হাবিবুর রহমান হাবু, ওয়াক্কাস কাঞ্চন, নিমাই চন্দ্র দেবশর্মা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিতু চৌধুরী, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল ওয়ারেস, সদস্য সচিব মোঃ শামসুল আলম, সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহাগ, পরমেশ^রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা, অবৈধ ভাবে বালু উত্তোলন, মাদক, জুয়া এবং ছিচকে চুরী রোধে পুলিশ প্রশাসনের দৎপরতা বৃদ্ধি করার আহবান জানান ।