সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে-ডা: শফিকুল রহমান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৩০, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা,শফিকুল রহমান বলেছেন, কল্যাণময় রাষ্ট্র নির্মাণের সকলকে দায়িত্বশীল হওয়া উচিত, জাতির সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে ইনশাল্লাহ।

জামায়াত ক্ষমতায় গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে অপার সম্ভাবনা দেশ হিসেবে বাংলাদেশ কে গড়ে তোলা হবে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতের পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতে এই আসনের সাবেক সংসদ সদস্য, জামায়াতের অন্যতম নেতা মরহুম অধ্যাপক আব্দুল্লাহেল কাফি সাহেবের মাগফেরাত কামনা করে আমিরে জামায়াত বলেন,
স্বৈরাচার হাসিনা সরকার দেশের প্রতিটি অর্গানকে হাসিনার তাবেদারে রূপান্তর করে পালিয়ে গেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার ঐসব সংস্কার কাজে বলিষ্ট ভুমিকা পালন করছেন। কল্যাণকর রাষ্ট্র গঠনে আমাদের সবাইকে ভুমিকা রাখতে হবে।

আমাদের উচিত সরকারের এসব সংস্কার কাজে সহযোগিতা করা, সময়, সুযোগ ও সমর্থন দেয়া। ডা,শফিকুল রহমান বলেন,একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর বলা হয়েছিল বৈষম্য দূর করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য তো দূর হয়ইনি,বরং গণতান্ত্রিক নয়, স্বৈরতান্ত্রিক দল।

উপজেলা জামায়াতের আমির ক্বারি আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ মোঃ রফিকুল ইসলাম খান, মাওঃ আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা আমির অধ্যক্ষ মাওঃ আনিসুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন

নায়েবে আমির কে এম কাওছার, সেক্রেটারি মোঃ মঞ্জুরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সহকারী সেক্রেটারি এস,এম হাদীউজ্জামান হাদী, মোঃ রাশেদুন্নবী বাবু,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান আগমনের সংবাদ ছড়িয়ে পড়লে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ মানুষের ভীড়ে কানায় কানায় পুর্ণ, এবং জনসমুদ্রে পরিনত হয়।

পথসভা শেষে আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান ঠাকুরগাঁও যাওয়ার পথে সাতোর ইউপির দলুয়ায় থেমে তাদের দলের কর্মপরিষদ সদস্য ও দল মনোনিত এমপি প্রার্থী সিনিয়র প্রভাষক মরহুম মাওঃ মোঃ খোদা বখস-এর কবর জিয়ারত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

সিন্ডিকেট ভাংতে বোদায় শুরু হয়েছে নায্যমুল্যের বাজার

বীরগঞ্জে বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই ভাইয়ের মৃত্যু মনোরঞ্জন শীল গোপাল এমপির শোক প্রকাশ

দিনাজপুর নাট্য সমিতির শিশু-কিশোর নাট্যৎসবে “বাড়িয়ে দাও হাত”-“টিক টিক” ও “জুতা আবিষ্কার” ৩টি শিশু নাটক মঞ্চস্থ হয়

সঠিকভাবে ঠাকুরগাঁওয়ে করোনার ভ্যাকসিন বন্টন করা হবে -সাংসদ রমেশ চন্দ্র সেন

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে পঞ্চগড়ে তিন দিনের উন্নয়ন মেলা শুরু

বীরগঞ্জে বেড়েছে করোনা সংক্রমণ, কঠোর অবস্থানে যাচ্ছে উপজেলা প্রশাসন

ঐতিহাসিক কান্তজীউ মন্দির টেরাকোটা অনন্য নিদর্শন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা