সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সেতাবগঞ্জ প্রেসক্লাবে বন্ধ চিনিকল চালু করণ বে-সরকারী টাস্কফোর্স কমিটির সদস্যদের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৩০, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সোমবার বন্ধ চিনিকল চালু করণ বে-সরকারী টাস্কফোর্স কমিটির সদস্য বৃন্দ সংবাদ সম্মেলন করেছেন। সকাল সাড়ে ১১টায় চিনিকল পুণর চালনা কমিটির আহবায়ক মোঃ বদরুদ্দোজা বাপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টাস্কফোর্স কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ কাফী রতন লিখিত বক্তব্যে বলেন, ঘোর করনাকালীন সময়ে ২০২০ সালের ১ ডিসেম্বর আখচাষী ও চিনিকল শ্রমিকদের কথা বিবেচনা না করে তৎকালীন সরকার রাষ্টায়ত্ব ১৫টি চিনিকলের মধ্যে কুষ্টিয়া, পাবনা, রংপুর, গাইবান্ধা, শ্যামপুর, সেতাবগঞ্জ ও পঞ্চগড়সহ মোট ৬টি চিনিকল লোকসানের অজুহাত দেখিয়ে বন্ধ করে দেয়। ৩৬ দিনের লড়াই শেষে ৫ আগস্ট সহ¯্রাধিক ছাত্র জনতার আত্মদান ও বিশ হাজারের বেশি আন্দোলনকারী আহত হওয়ার মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী গণ আন্দোলন সফল হয়েছে। জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ ২০ আগস্ট অন্তবর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা বরারব প্রেরিত স্বারকলিপির প্রেক্ষিতে মাড়াই স্থগিতকৃত চিনিকল সমুহ পুনরায় চালু করার জন্য এবং লাভজনক ভাবে চালুর নিমিত্তে সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রণয়নের জন্য ৩০ সেপ্টেম্বর চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যানকে আহবায়ক ও শ্রমিক নেতা আব্দুল্লাহ কাফী রতনকে যুগ্ম আহবায়ক করে টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ বন্ধ চিনিকলগুলোর পরিস্থিতি গভীর ভাবে পর্যবেক্ষনের পর ৬টি চিনিকল পর্যায়ক্রমে খুলে দেওয়ার প্রস্তাব করে শিল্প মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণন করে। শিল্প উপদেষ্টা প্রতিবেদনের সাথে ঐক্যমক পোষন করেন এবং প্রধান উপদেষ্টার সম্মতি সাপেক্ষে ২০২০ সালের ১ ডিসেম্বর স্থগিতাদেশ ২০২৪ সালের ১৫ ডিসেম্বর প্রত্যাহার করা হয় এবং পর্যায়ক্রমে বন্ধ চিনিকল খুলে দেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারী সিদ্ধান্তে বন্ধ হওয়া ৬টি চিনিকল খোলার সীদ্ধান্ত ঐতিহাসিক। এটি চিনি শ্রমিক, আখচাষী ও জাতীয় পর্যায়ে বন্ধ খারখানা খুলে দেওয়ার জন্য গড়ে ওঠা আন্দোলনের এক ঐতিহাসিক বিজয়। জুলাই গণ অভ্যন্থান আমাদের নতুন পথ দেখিয়েছে। বৈষম্য বিরোধী লড়াই সমাজের সর্বত্র বিস্তৃত হয়েছে। সরকার কর্তৃক বন্ধ চিনিকল খুলে দেয়ার সীদ্ধান্তের মধ্যে দিয়ে আমাদের আন্দোলনের বিজয় শুরু হয়েছে। এছাড়াও সভায় টাস্কফোর্স কমিটির সদস্য যথাক্রমে অধ্যাপক মোশাহিদা সুলতানা, আলতাফ হোসেন, কামরুজ্জামান ফিরোজ, আখচাষী আব্দুলাহ আল মামুন, চিনিকল পুণর চালনা আন্দোলন কমিটির সদস্য সচিব মোঃ সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলিতে মানববন্ধন, ২ ঘন্টা আমদানি-রপ্তানি বন্ধ

রাণীশংকৈলে গ্রামীণ ব্যাংকের ভিক্ষুকদের মাঝে শীতবস্ত বিতরণ

ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

রাণীশংকৈল পাইলট স্কুলে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে বিদায়-বরণ অনুষ্ঠান

শেষ বলে ছক্কা মেরেও হার চট্টগ্রামের, চ্যাম্পিয়ন রিয়াদের খুলনা

সাম্প্রদায়িক অপশক্তির ঘারে ভর দিয়ে বিএনপির ক্ষমতায় আসা সম্ভব নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি)’র শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

বাংলাবান্ধায় স্থলবন্দরে সকালে লোড-আনলোড বন্ধ রেখে শ্রমিকদের কর্মবিরতি, দুপুরে সমঝোতা

বিএনপির ভাঙা রেকর্ড এখন বাজিয়ে আর লাভ নাই- অর্থমন্ত্রী