মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে এসএসসি ১৯৯২ ব্যাচের নেচে গেয়ে শীতকালীন আড্ডা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৩১, ২০২৪ ১০:০৩ পূর্বাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ শীতের শুভ্র সকালে ঘাসের ডগায় তখনও শিশিরবিন্দু জমে আছে। পুবের আকাশে তখন গাড়ো লাল সুর্যের আভা। এরই মধ্যে আসতে শুরু করেন এসএসসি ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যায়রে মুল ফটকের সামনে টাঙানো রয়েছে ফেষ্টুন, রংবেরঙের কাপড়ের সামিয়ানায় সাজানো বিদ্যালয় মাঠ। রঙিন পোশাকে সেজে এসেছেন সবাই, সবার মাথায় সাদা ক্যাপ। তাদের আগমনে বর্ণাঢ্য আয়োজনে আনন্দমুখর হয়ে ওঠেছে পুরো বিদ্যালয় ক্যাম্পাস। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এসএসসি ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের শীতকালীন আড্ডা উপলক্ষে শনিবার সকালে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পাসে এমন চিত্র দেখো গেছে।
দীর্ঘ ২২বছর পর সকল বন্ধুরা একত্রিত হওয়ায় প্রিয় ক্যাম্পাসে বন্ধু-সহপাঠীরা উচ্ছ¡াস, আনন্দ, গানের ছন্দ, বাজনার তালে তালে মেতে ওঠেন। গল্প-আড্ডায় এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রায় সবাই মুঠোফোনে ছবি তোলেন। সকালের নাস্তা দিয়ে শুরু হয় দিনটি। এরপর রঙিন ব্যানার নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বন্ধুরা ব্যান্ডপার্টি বাজনার তালে তালে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বন্ধুরা তাদের স্কুল জীবনের পুরনো বন্ধুদের পেয়ে সেই দিনগুলোর কথা স্মরণ করে আবেগাপ্লæত হয়ে পড়েন। একসময়কার দুরন্ত শৈশবের বন্ধন যেন আবরও নতুন করে জেগে উঠে তাদের মাঝে। পরে তাদের পক্ষ থেকে পৌর শহরের ৮ টি গুরুত্বপুর্ণ স্থানে জনসাধারণের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পানির ট্যাংকি উদ্বোধন করা হয়। সেইসাথে স্মৃতিচারণ, খেলাধুলা, সঙ্গিত পরিবেশনা এবং মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।
আয়োজকদের মধ্যে সোহেল, রাজু কুমার গুপ্ত বলেন, প্রায় দুই যুগ পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হলো। সবাই মিলে অনেক আনন্দ করছি। এই ভালো লাগা ভাষায় প্রকাশের মতো নয়। তারা বলেন, জীবিকার তাগিদে সবার সাথে দেখা হয় না। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হলো অনেক ভালো লাগছে। মোস্তাক আহমেদ, লিংকন ও আশিষ জানান, “আমরা একদিনের জন্য হলেও সবাই এেেকাত্রিত হতে পেরেছি। আমাদের বন্ধুত্ব আর ভালোবাসার বন্ধন আরও মজবুত করতে এই আয়োজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মহিলা পরিষদের সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে চাই সমাজ ও রাষ্ট্রের প্রচলিত পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন

ঠাকুরগাঁওয়ে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে নবাগত দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেখ সাদেক আলীকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে ভূমি বিষয়ক মতবিনিময় সভা

বোচাগঞ্জে ক্রীড়ানুরাগী মাঝে ফুটবল বিতরণ

বীরগঞ্জে মধ্যরাতে দুটি চোরাই গরু জবাই ভাগাভাগি,১৫ কেজি মাংস জব্দ

পঞ্চগড়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন এনজিও কর্মীর মৃত্যু

ভারতে অবৈধ অনুপ্রবেশে আটক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তানান্তর করলো বিএসএফ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রকল্পে সঞ্চয়ের টাকা পেলেন ৮০ জন নারী শ্রমিক