বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে হাজার হাজার শিক্ষার্থী অংশ গ্রহনে তারুণ্যের উৎসব র‌্যালী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৫, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃএসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে তারুণ্যের উৎসব র‌্যালীতে বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহন করেন।
মঙ্গলবার বেলা ১০টার দিকে উপজেলার রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ, রানীগঞ্জ আদর্শ বিদ্যা নিকেতন, রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ, রানীগঞ্জ বালিকা বিদ্যালয়, রানীগঞ্জ মহিলা কলেজ, রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসা, রানীগঞ্জ সেন্ট্রাল প্রি-ক্যাডেট স্কুল এবং নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহন করেন। র‌্যালীটি রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহিউদ্দিনসহ অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত