Thursday , 16 January 2025 | [bangla_date]

মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবন যাপন তেঁতুলিয়ায় ইএফটিতে এখনও ৬ শতাধিক শিক্ষক-কর্মচারী বেতন পাননি

তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি: ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার (ইএফটি’র) মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া শুরু হলেও তেঁতুলিয়ায় এখনও ছয় শতাধিক শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাননি। ফলে ওই সকল শিক্ষক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসার শিক্ষক কর্মচারীদেরকে (ইএফটি’র) আওতাভুক্ত হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার (ইএফটি’র) মাধ্যমে বেতন-ভাতা প্রদান করে। প্রথম পর্যায়ে ১ জানুয়ারি প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা এলেও বেশিরভাগ শিক্ষক-কর্মচারীরা এখনও বেতন-ভাতা পাননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় তিনটি বেসরকারি কলেজ, দুটি কারিগরি স্কুল এন্ড কলেজ, ১১টি মাদ্রাসা, ২৬টি মাধ্যমিক বিদ্যালয়, রয়েছে। এ সকল প্রতিষ্ঠানে ৭শ ৫০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। সামান্য ভুল-ত্রæটি যেমন, নামের বানান ভুল, ইনডেক্স নম্বর ভুল, জাতীয় পরিচয়পত্র নামের গড়মিল এ সকল কারণে প্রাথমিক পর্যায়ে ওই পরিমাণ শিক্ষকের ইএফটিতে বেতন-ভাতা প্রদান করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাফর বলেন, তার বিদ্যালয়ের ১৮জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মাত্র ২ জন ইএফটিতে বেতন পেয়েছেন। এখনও ১৬ জন শিক্ষক-কর্মচারী বেতন পাননি। ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ বলেন তার বিদ্যালয়ের ১৭জন শিক্ষক কর্মচারীদের মধ্যে মাত্র ৪ জন ইএফটিতে বেতন পেয়েছেন ।বোয়ালমারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম বলেন, তার বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মাত্র ৩ জন ইএফটিতে বেতন পেয়েছেন। এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী বলেন, চলতি সপ্তাহে আরও কিছু শিক্ষক ইএফটিতে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অবশিষ্ট শিক্ষকদের পর্যায়ক্রমে ইএফটি’র মাধ্যমে বেতন-ভাতা পাবেন। তবে কবে নাগাদ মধ্যে সব শিক্ষক-কর্মচারী ইএফটি’র আওতায় আসবেন তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেণ্ট জোসেফস স্কুলের হাই স্কুল শাখার আয়োজনে সিস্টার পিয়া ফেরনানদেজ টুর্নামেন্ট

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ

ঠাকুরগাঁওয়ে ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আক্রমন, হামলা ও নির্যাতনের প্রতিবাদ বিএনপির জনসমাবেশ

বোদায় শারদীয় দূর্গাপুঁজা নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি মন্ডপে বিএনপির স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে,স্থাপন করা হয়েছে হেল্প ডেক্স

হরিপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৪শ ভূমিহীন পরিবার

বীরগঞ্জের প্রতিবন্ধী অসহায় আলমগীর বাঁচতে চায়

শঙ্কা উড়িয়ে স্কুলে ফিরল আফগান মেয়েরা

টিউলিপ স্কুল এন্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গাইডেন্স স্পিকার্স প্লাটফর্ম’র ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ভোকাবুলারি কনটেস্ট

ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করলেন ঠাকুরগাঁও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ঔষধ প্রদান