বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবন যাপন তেঁতুলিয়ায় ইএফটিতে এখনও ৬ শতাধিক শিক্ষক-কর্মচারী বেতন পাননি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি: ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার (ইএফটি’র) মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া শুরু হলেও তেঁতুলিয়ায় এখনও ছয় শতাধিক শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাননি। ফলে ওই সকল শিক্ষক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসার শিক্ষক কর্মচারীদেরকে (ইএফটি’র) আওতাভুক্ত হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার (ইএফটি’র) মাধ্যমে বেতন-ভাতা প্রদান করে। প্রথম পর্যায়ে ১ জানুয়ারি প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা এলেও বেশিরভাগ শিক্ষক-কর্মচারীরা এখনও বেতন-ভাতা পাননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় তিনটি বেসরকারি কলেজ, দুটি কারিগরি স্কুল এন্ড কলেজ, ১১টি মাদ্রাসা, ২৬টি মাধ্যমিক বিদ্যালয়, রয়েছে। এ সকল প্রতিষ্ঠানে ৭শ ৫০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। সামান্য ভুল-ত্রæটি যেমন, নামের বানান ভুল, ইনডেক্স নম্বর ভুল, জাতীয় পরিচয়পত্র নামের গড়মিল এ সকল কারণে প্রাথমিক পর্যায়ে ওই পরিমাণ শিক্ষকের ইএফটিতে বেতন-ভাতা প্রদান করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাফর বলেন, তার বিদ্যালয়ের ১৮জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মাত্র ২ জন ইএফটিতে বেতন পেয়েছেন। এখনও ১৬ জন শিক্ষক-কর্মচারী বেতন পাননি। ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ বলেন তার বিদ্যালয়ের ১৭জন শিক্ষক কর্মচারীদের মধ্যে মাত্র ৪ জন ইএফটিতে বেতন পেয়েছেন ।বোয়ালমারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম বলেন, তার বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মাত্র ৩ জন ইএফটিতে বেতন পেয়েছেন। এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী বলেন, চলতি সপ্তাহে আরও কিছু শিক্ষক ইএফটিতে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অবশিষ্ট শিক্ষকদের পর্যায়ক্রমে ইএফটি’র মাধ্যমে বেতন-ভাতা পাবেন। তবে কবে নাগাদ মধ্যে সব শিক্ষক-কর্মচারী ইএফটি’র আওতায় আসবেন তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনায় মালিককে জরিমানা

নাট্য সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা অবিভক্ত বাংলার ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান নাট্য সমিতি গৌরবের ১০৯ বছর

করোনা সংকটকে মোকাবেলা করে মানুষ আবারো অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে শুরু করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগায়ে ইউএনওর গাড়ি দেখে ফাঁকা পশুর হাট

বোদায় ফল বিক্রি করে নব কুমার দারিদ্রতা জয় করতে চায়

আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলার পুরস্কার বিতরণ রাজশাহীকে ১-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও

পীরগঞ্জে নারীদের মাঝে ছাগল বিতরণ

হাবিপ্রবিতে ইসিই ক্লাব অব এইসএসটিইউ এর ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিরামপুরে কোচ চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

পীরগঞ্জে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত