দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রæপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারী ২০২৫) গ্রান্ড দাদুবাড়ী রিসোর্ট পার্কে দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রæপের বার্ষিক বনভোজন-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রæপের সভাপতি রনজিৎ বসাক, সাধারণ সম্পাদক প্রতাপ কুমার সাহা পানু, বনভোজন কমিটির আহবায়ক ও সহ-সভাপতি রক্তিম বসাক ও সহ-সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগওয়ালা, কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক উদ্দীপ ভৌমিক, কার্যনির্বাহী সদস্য অঞ্জন দত্ত, সুরেশ প্রসাদ, মো. আব্দুল গফুর প্রমুখ।
বনভোজন উপলক্ষ্যে সমাপনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করেন। এছাড়াও দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রæপ এর সকল সদস্যের স্বধর্মিনীদের বনভোজন উপলক্ষ্যে পুরস্কার প্রদান করা হয়।