তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় আস্থা প্রকল্পের আওতায় শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন।
বুধবার ২২ জানুয়ারি বিকেলে তেঁতুলিয়া উপজেলার রনচন্ডি উচ্চ বিদ্যালয় মাঠে ডেমোক্রেসিওয়াচের বাস্তবায়নে আস্থা প্রকল্পের আওতায় এলাকায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে যুব ফোরামের সদস্যরা সচেতনতামূলক সংগীত পরিবেশন এবং ‘দিন বদলের কিচ্ছা’ নামে একটি সচেতনতামুলক নাটক অনুষ্ঠিত হয়।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি পেশাজীবির নারী পুরুষ, স্থানীয় স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও রাজনৈতিক নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বাস্তবায়নকারী সংস্থা ডেমোক্রেসিওয়াচের পক্ষ থেকে সংস্থার ও আস্থা প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিষদ আলোচনার মাধ্যমে অবহিত করেন জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ।এর আগে উপজেলা যুব ফোরামের আহবায়ক আব্দুর রহমান বাবু সভাপতিত্বে উপজেলায় আরডিআরএস ফেডারেশন হলরুমে আস্থা প্রকল্পের আওতায় উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়।
সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ,ফিল্ড অফিসার খুরশিদা জাহান।এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা যুব ফোরামের সদস্য আশরাফুল ইসলাম,জুলহাস উদ্দীন, বোদা উপজেলা সদস্য সিতা রানি সহ উপজেলা যুব ফোরামের ৩০ জন যুব সদস্য। সভায় মাঠ পর্যায়ের আগামী তিন মাসের কার্যক্রম নিয়ে একটি পরিকল্পনা প্রনয়ন করা হয়।