কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে বিদ্যুতের পিলার ড্রেনের মাঝখানে রেখে নির্মাণ করা হচ্ছে পাকা সড়ক ও পানি নিষ্কাশনের ড্রেন। দিনাজপুরের কাহারোল উপজেলা সদরের ১০ মাইল আমতলা মোড় (কাহারোল-সেতাবগঞ্জ) যাওয়ার পাকা সড়কের দক্ষিণ পাশ দিয়ে পাকা সড়ক ও পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নে উক্ত পাকা সড়কের ধারে ৪ টি পল্লী বিদ্যুতের পিলার ড্রেনের মাঝখানে রেখে ড্রেন নির্মাণ কাজ করছেন ঠিকাদার প্রতিষ্ঠান ও কাহারোল এলজিইডি কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলেছেন, বিদ্যুতের পিলার স্থানান্তরের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের কোন নিয়ম নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট এলজিইডি কর্তৃপক্ষের আওতায় যেহেতুন পাকা সড়ক ও পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করা হচ্ছে। তারাই জানেন, কিভাবে পিলার স্থানান্তর করা হবে। এদিকে উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ জানান, কাহারোল সদরের ১০ মাইল আমতলা মোড় থেকে সেতাবগঞ্জ যাওয়ার পাকা সড়কের ৭শ মিটার সড়কের পাশ দিয়ে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ কাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯২ লক্ষ টাকা। কিন্তু আমাদের পক্ষ থেকে বিদ্যুতের পিলার সরানোর কোন বরাদ্দ নেই বলে জানান। তবে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ ৪ টি পিলার স্থানান্তরের জন্য ১ লক্ষ টাকার উপর প্রাক্কলন তৈরি করে এলজিইডি অফিস কাহারোলে জমা দিয়েছেন। এদিকে স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের পিলার ড্রেনের মাঝখানে রেখে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করা হলে পানি প্রবাহের বাঁধাগ্রস্থ হবে এবং অতি দ্রæত ড্রেন ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।