Monday , 27 January 2025 | [bangla_date]

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথম সিজারিয়ান সেকশনের মাধ্যমে অপরেশন থিয়েটারের যাত্রা শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘ ৫৯ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার (ওটি) সেবা।
গত শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী ও সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ অপারেশন থিয়েটার উদ্বোধন করেন।
তাদের সাথে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুল আহাদ, আবাসিক মেডিকেল অফিসার ডা.পার্থ জ্বীময় সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলুসহ অনেকে।
প্রথম সিজারিয়ান অপরেশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডা. খাদিজা বেগম নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অ্যানেস্থেনিয়া কনসালটেন্ট ডা. আদনান আরাফাত এবং মেডিকেল অফিসার ডা. সাদিয়া আফরিনসহ যৌথ টিম কাজ করেন। ওটি সেবায় প্রথম সিজারিয়ান অপারেশনে মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্মদান করা হয়। এতে হাসপাতালর পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুল আহাদ বলেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন থিয়েটার চালু হলো এটা ঘোড়াঘাটবাসীর জন্য নতুন দিগন্ত। এর মাধ্যমে ঘোড়াঘাট বাসি সিজার, হানির্য়া, অ্যাপেনডিসাইটিস ও অর্থোপেডিক্সের অপারেশন সহ অনেক মাইনর অপারেশনের এখানে সুযোগ পাবেন। জরুরী পরিস্থিতিতে রুটিন অপারেশন সেবাগুলো চালু থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী জানান, দীর্ঘ ৫৯ বছর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম চালু হওয়ায় এ উপজেলায় চিকিৎসা সেবা আরও এক ধাপ এগিয়ে যাবে। ফলে হাসপাতালে অপারেশনের ব্যবস্থা থাকায় মানুষের সময় ও আর্থিক ভাবে সাশ্রয়ী হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৫জি ওয়্যারলেস নেটওয়ার্ক চীনা জড়িত থাকার বিষয়ে উদ্বেগ

বীরগঞ্জে বিজয়ের ৫০ বছর পূর্তিতে লাল সবুজের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কমেছে আমদানি, হিলি বন্দরে রাজস্ব ঘাটতি ৪৯ কোটি ৮২ লাখ

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পঞ্চগড়ে ভারতে অবৈধ অনুপ্রবেশে ৯ বাংলাদেশীকে আটক বিজিবির অপরদিকে ৪ বাংলাদেশীকে আটক করে বিজিবিকে দিয়েছে বিএসএফ

আটোয়ারীতে ফেনসিডিলসহ মাদক স¤্রাট জাহিদ আটক

হাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নিম গাছের চারা রোপণ

ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের কুলখানি ও দোয়া মাহফিল

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী

ঠাকুরগাঁও প্রেসক্লাবের প্রয়াত ৩ সদস্যের মাগফেরাত ও করোনা থেকে মুক্তি কামনায় দোয়া মাহফিল