Monday , 27 January 2025 | [bangla_date]

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথম সিজারিয়ান সেকশনের মাধ্যমে অপরেশন থিয়েটারের যাত্রা শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘ ৫৯ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার (ওটি) সেবা।
গত শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী ও সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ অপারেশন থিয়েটার উদ্বোধন করেন।
তাদের সাথে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুল আহাদ, আবাসিক মেডিকেল অফিসার ডা.পার্থ জ্বীময় সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলুসহ অনেকে।
প্রথম সিজারিয়ান অপরেশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডা. খাদিজা বেগম নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অ্যানেস্থেনিয়া কনসালটেন্ট ডা. আদনান আরাফাত এবং মেডিকেল অফিসার ডা. সাদিয়া আফরিনসহ যৌথ টিম কাজ করেন। ওটি সেবায় প্রথম সিজারিয়ান অপারেশনে মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্মদান করা হয়। এতে হাসপাতালর পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুল আহাদ বলেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন থিয়েটার চালু হলো এটা ঘোড়াঘাটবাসীর জন্য নতুন দিগন্ত। এর মাধ্যমে ঘোড়াঘাট বাসি সিজার, হানির্য়া, অ্যাপেনডিসাইটিস ও অর্থোপেডিক্সের অপারেশন সহ অনেক মাইনর অপারেশনের এখানে সুযোগ পাবেন। জরুরী পরিস্থিতিতে রুটিন অপারেশন সেবাগুলো চালু থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী জানান, দীর্ঘ ৫৯ বছর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম চালু হওয়ায় এ উপজেলায় চিকিৎসা সেবা আরও এক ধাপ এগিয়ে যাবে। ফলে হাসপাতালে অপারেশনের ব্যবস্থা থাকায় মানুষের সময় ও আর্থিক ভাবে সাশ্রয়ী হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় ৩শ উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর

ঠাকুরগাঁয়ে মাদক মামলায় পুলিশ কনস্টেবলকে বাঁচাতে চার্জশিটে জালিয়াতি

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলায় উপচেপড়া ভীড়

ঠাকুরগাঁওয়ে ভুমি জরিপ কাজে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া টাকা অন্ধ হাফেজের চিকিৎসায় দিলেন — সৌরভ

বীরগঞ্জে গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজের উদ্বোধন

বরিশালে ইউএনওর বাসভবনে হামলা: মাঠে নামছে ১০ প্লাটুন বিজিবি

পরীমণি ইস্যু : এবার সিটি ব্যাংকের জিডি

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী প্রদান

গণতন্ত্রের হত্যাকারী যদি গণতন্ত্রের মা হয় তবে মুসোলিনির অবস্থান এখন কোথায় -মনোরঞ্জন শীল গোপাল এমপি