Monday , 27 January 2025 | [bangla_date]

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথম সিজারিয়ান সেকশনের মাধ্যমে অপরেশন থিয়েটারের যাত্রা শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘ ৫৯ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার (ওটি) সেবা।
গত শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী ও সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ অপারেশন থিয়েটার উদ্বোধন করেন।
তাদের সাথে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুল আহাদ, আবাসিক মেডিকেল অফিসার ডা.পার্থ জ্বীময় সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলুসহ অনেকে।
প্রথম সিজারিয়ান অপরেশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডা. খাদিজা বেগম নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অ্যানেস্থেনিয়া কনসালটেন্ট ডা. আদনান আরাফাত এবং মেডিকেল অফিসার ডা. সাদিয়া আফরিনসহ যৌথ টিম কাজ করেন। ওটি সেবায় প্রথম সিজারিয়ান অপারেশনে মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্মদান করা হয়। এতে হাসপাতালর পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুল আহাদ বলেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন থিয়েটার চালু হলো এটা ঘোড়াঘাটবাসীর জন্য নতুন দিগন্ত। এর মাধ্যমে ঘোড়াঘাট বাসি সিজার, হানির্য়া, অ্যাপেনডিসাইটিস ও অর্থোপেডিক্সের অপারেশন সহ অনেক মাইনর অপারেশনের এখানে সুযোগ পাবেন। জরুরী পরিস্থিতিতে রুটিন অপারেশন সেবাগুলো চালু থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী জানান, দীর্ঘ ৫৯ বছর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম চালু হওয়ায় এ উপজেলায় চিকিৎসা সেবা আরও এক ধাপ এগিয়ে যাবে। ফলে হাসপাতালে অপারেশনের ব্যবস্থা থাকায় মানুষের সময় ও আর্থিক ভাবে সাশ্রয়ী হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত

প্রধানমন্ত্রীর উপহারের অটোভ্যান পেয়ে জেলা প্রশাসককে জড়িয়ে কাঁদলেন রিকসা চালক

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ

হরিপুরে স্কুলের ভবন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

দিনাজপুর সদরের ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ পরিদর্শনে সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক জেবুন নাহার

জাহিদুর রহমান এমপি’র আশু রোগমুক্তি কামনায় মসজিদ ও এতিমখানায় দোয়া অনুষ্ঠিত

বজ্রপাত থেকে রক্ষা পেতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি জরুরি নির্দেশনা

পীরগঞ্জের লোহাগাড়ায় মরিচ গুড়া ছিটিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই:

ঠাকুরগাঁওয়ে জালিয়াতির অভিযোগে আটক-১ জাল খতিয়ান ও পর্চা উদ্ধার

হরিপুরে বিএনপি’র জনসভায় বক্তব্যে বলেন, সংখ্যালঘুরা আমাদের আমানত — মহাসচিব মির্জা ফখরুল ,