নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যে উৎসব-২০২৫ উদযাপনে
দিনাজপুরে অনুর্ধ্ব-১৭ বালক-বালিকাদের
‘জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’ শুরু
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যে উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে দিনাজপুরে অনুর্ধ্ব-১৭ বালক-বালিকাদের ‘জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’ শুরু হয়েছে। এতে জেলার ১৩ উপজেলা এবং দিনাজপুর পৌরসভাসহ মোট ১৪টি দল অংশ নিয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জামায়াতে ইসলামী জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর নাগরিক কমিটির আহবায়ক ডা. আব্দুল আহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক একরামুল হক আবির। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন।
এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম, সহকারী কমিশনার আবু সিহাব মো. ইমতিয়াজ, মো. মনোয়র হোসেন, দিনাজপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান, জেলা গ্রন্থাগারের সহকারী পরিচালক কে এম মেহেদী হাসান, সোনালী অতিত ফুটবল ক্লাবের সভাপতি মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক হারুন উর রশিদ।
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন জানান, প্রতিভাবান খেলোয়াড় তৈরির জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নিয়েছে। দলগুলো হচ্ছে- পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর সদর, বিরল, কাহারোল, বিরামপুর, বোচাগঞ্জ, বীরগঞ্জ, ফুলবাড়ী, ঘোড়াঘাট, খানসামা, হাকিমপুর, নবাবগঞ্জ এবং দিনাজপুর পৌরসভা।
উদ্বোধনী খেলায় বালকদের মধ্যে ৮-১ গোলে হালকা নীল সার্জি পরিহিত পার্বতীপুর দলকে পরাজিত করে বিজয়ী হয় গোলাপী জার্সি পরিহিত চিরিরবন্দর উপজেলা এবং বালিকাদের মধ্যে টাই-ব্রেকারে ৫-৪ গোলে গোলাপী জার্সি পরিহিত চিরিরবন্দর উপজেলাকে পরাজিত করে বিজয়ী হয় হালকা নীল সার্জি পরিহিত পার্বতীপুর উপজেলা। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ওবায়দুর রহমান, সোহেল রানা, মতিউর রহমান মতি, মাজেদুর রহমান, ফয়জার রহমান, আহসান হাবীব, ডালিম কুমার, রায়হান আলী ও আপেল। ধারাভাষ্য দেন মো. রফিক। আগামী ৩০ জানুয়ারি বিকেলে এই টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।