পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের একটি প্রাইভেট ক্লিনিকের তৃতীয় তলা থেকে পড়ে সোলায়মান (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা শহরের প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড ক্লিনিকে এই ঘটনা ঘটে। নিহত সোলায়মান পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ধনীপাড়া এলাকার রহিমুল ইসলামের একমাত্র ছেলে।
শিশুটির চাচা রকিবুল ইসলাম জানান, ওই প্রাইভেট ক্লিনিকে গত রোববার সোলায়মানের খালা অরিফা খাতুনের অস্ত্রপচার করে একটি ছেলে সন্তান হয়। তাকে দেখতে মা সালমা বেগমের সাথে ক্লিনিকের আসে সোলায়মান। এক পর্যায়ে সবার অগোচরে দ্বিতীয় তলা থেকে তৃতীয় উঠে যায় সে। তাকে দেখতে না পেয়ে তার মা ডাকাডাকি ও খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যেই তৃতীয় তলার বেলকনীর ছোট দেয়ালে উঁকি দিলেই নিচে পড়ে যায় সোলায়মান। এ সময় মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় সে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ তৃতীয় তলা থেকে পড়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে। এখনো তারা আমাদের কাছে আসেনি। তাদের যদি কোন অভিযোগও থাকে তারা দিতে পারেন।